নয়াদিল্লি, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট ৷ যে কমিটির নেতৃত্বে রয়েছেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা (Retired Justice Indu Malhotra to Head Investigation Panel for PM Security Breach) ৷ এ ছাড়াও তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এনআইএ’র ডিজি, পঞ্জাবের ডিজি (নিরাপত্তা), চণ্ডীগড় পুলিশের প্রধান এবং পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ৷ যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
আজ বিচারবিভাগীয় এই তদন্ত কমিটি গঠনের পর আদালত জানিয়েছে, প্যানেল নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ তদন্ত করবে ৷ সেই সঙ্গে কে এই গাফিলতির জন্য দায়ী ? তাও তদন্ত করবে ৷ পাশাপাশি ভবিষ্যতে ভিভিআইপি-দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার তাও জানাবে (Supreme Court Sets Up Independent Committee for PM Security Lapse Investigation) ৷
আরও পড়ুন : SC On PM Security Breach : প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত শীর্ষ আদালতের