মাইসোর, 6 নভেম্বর: নিজের মনে পথ হাঁটছিলেন তিনি ৷ তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক ৷ দু'পাশে সবুজ সরু রাস্তাটায় (Manasa Gangotri premises) কেউ ছিল না ৷ আধিকারিক পথের এক ধার দিয়ে হাঁটছিলেন ৷ হঠাৎ একটি গাড়ি ঢুকে পড়ে এবং তাঁকে ধাক্কা দিয়ে চলে যায় ৷ গোয়েন্দা আধিকারিককের একদম কাছে এসে গাড়িটি 'গতি বাড়ায়' । তাছাড়া আচমকা খানিকটা বাঁ দিকে চলে এসে একেবারে আধিকারিকের গায়ে উঠে তাঁকে ধাক্কা মেরে চলে যায় ৷ শুক্রবার এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসুরু বিশ্ববিদ্যালয়ের মানস গঙ্গোত্রীতে ৷ দৃশ্যটি পরিষ্কার ধরা পড়ল সিসিটিভি ফুটেজে ৷ তবে এই ফুটেজের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (Central Intelligence Agency) অবসরপ্রাপ্ত আধিকারিকের নাম আর এন কুলকার্নি (R N Kulkarni) ৷ ফুটেজে দেখা যাচ্ছে, মাইসুরু বিশ্ববিদ্যালয় চত্বরে মধ্যে কম্পিউটার সায়েন্স দফতরের পথ দিয়ে হাঁটছেন 83 বছরের আধিকারিক ৷ রাস্তা পুরো ফাঁকা ৷ আচমকা গাড়িটি একেবারে তাঁর কাছে চলে আসে এবং তাঁকে ধাক্কা মারে ৷ একবার দেখে মনে হতে পারে খানিকটা যেন জেনেবুঝেই গাড়িটি ধাক্কা মেরেছে । ধাক্কার পর তিনি রাস্তার ধারে উলটে পড়ে যান ৷