পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lakhimpur Kheri violence : অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের

যে চারজন কৃষক মারা গিয়েছেন, তাদের পরিবারকে 45 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ 10 লক্ষ টাকা করে আহতদেরও সাহায্য করা হবে ৷ নিহত চারজনের পরিবারের একজনকে চাকরি ৷ ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের ৷

retired-hc-judge-to-probe-lakhimpur-kheri-violence-up-govt
Lakhimpur Kheri violence : অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের

By

Published : Oct 4, 2021, 8:07 PM IST

লখিমপুর খেরি (লখনউ), 4 অক্টোবর:হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুর খেরির ঘটনার তদন্ত করানো হবে ৷ সোমবার এই ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ একই সঙ্গে যোগী সরকার জানিয়েছে যে চারজন কৃষক মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে 45 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷

যোগী রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তি জানিয়েছেন, সরকার 10 লক্ষ টাকা করে আহতদেরও সাহায্য করবে ৷ তাছাড়া স্থানীয় স্তরে নিহত কৃষকদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ৷ কৃষক পরিবারগুলির কাছে এই সংক্রান্ত চুক্তিও পৌঁছে গিয়েছে ৷

আরও পড়ুন :Supreme Court on Farmers Protest : বিচারধীন বিষয় নিয়ে কেন আন্দোলন, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের

রবিবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’টি এফআইআর করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আটজন মারা গিয়েছেন ৷ তাঁদের মধ্যে চার জন কৃষক ৷ আর চারজন বিজেপি কর্মী ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ঘটনাটি ঘটে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় অভিযুক্ত ৷ তাঁর নামও এফআইআর-এ রয়েছে বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে এদিন লখিমপুর খেরিতে যান উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার ৷ তিনি সেখানে তদন্ত ও আর্থিক সাহায্যের বিষয়টি ঘোষণা করেন ৷ তিনি যখন এই ঘোষণা করেন, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷

আরও পড়ুন :Priyanka Gandhi: গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

একই সঙ্গে প্রশান্ত কুমার জানান যে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কমিটি তৈরি করা হয়েছে ৷ তদন্ত করা হবে ৷ দোষীদের সবাইকে কড়া শাস্তি দেওয়া হবে ৷

এদিকে এই ঘটনা নিয়ে সংযুক্ত কিষান মোর্চার তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লেখা হয়েছে ৷ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে ৷ একই সঙ্গে দাবি করা হয়েছে, যাতে অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয় ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছর তিনটি নতুন কৃষি আইন নিয়ে আসে কেন্দ্রীয় সরকার ৷ সেই আইন প্রত্যাহারের দাবিতে গত বছর থেকেই কৃষকদের আন্দোলন চলছে ৷ সেই আন্দোলন ঘিরে নানা সময়ে বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে ৷ রণক্ষেত্র হয়েছে পরিস্থিতি ৷ কিন্তু রবিবার লখিমপুর খেরির ঘটনা সবকিছু ছাপিয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details