লখিমপুর খেরি (লখনউ), 4 অক্টোবর:হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুর খেরির ঘটনার তদন্ত করানো হবে ৷ সোমবার এই ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ একই সঙ্গে যোগী সরকার জানিয়েছে যে চারজন কৃষক মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে 45 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷
যোগী রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তি জানিয়েছেন, সরকার 10 লক্ষ টাকা করে আহতদেরও সাহায্য করবে ৷ তাছাড়া স্থানীয় স্তরে নিহত কৃষকদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ৷ কৃষক পরিবারগুলির কাছে এই সংক্রান্ত চুক্তিও পৌঁছে গিয়েছে ৷
আরও পড়ুন :Supreme Court on Farmers Protest : বিচারধীন বিষয় নিয়ে কেন আন্দোলন, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের
রবিবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’টি এফআইআর করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আটজন মারা গিয়েছেন ৷ তাঁদের মধ্যে চার জন কৃষক ৷ আর চারজন বিজেপি কর্মী ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ঘটনাটি ঘটে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় অভিযুক্ত ৷ তাঁর নামও এফআইআর-এ রয়েছে বলে জানা গিয়েছে ৷
অন্যদিকে এদিন লখিমপুর খেরিতে যান উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার ৷ তিনি সেখানে তদন্ত ও আর্থিক সাহায্যের বিষয়টি ঘোষণা করেন ৷ তিনি যখন এই ঘোষণা করেন, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷