ময়নাগুড়ি, 14 জানুয়ারি : দোমোহনিতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে (Guwahati Bikaner Express Derail) ৷ এমনটাই জানালেন নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার অংশূল গুপ্তা ৷ ইতিমধ্যেই শেষ হয়েছে উদ্ধারকাজ (Rescue Operation in Domohani) ৷ শুক্রবার ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলিকে লাইন থেকে সরানো কাজ ৷ দুর্ঘটনার জেরে লাইনের যেমন ক্ষতি হয়েছে, তেমনই ওভার হেডের তারও ছিঁড়ে গিয়েছে ৷ তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলকর্মীরা ৷
এদিন সকালে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন ৷ তিনি জানিয়েছেন, আহতদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ রেলের তরফ থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে ৷ আজ সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল বোর্ডের চেয়ারম্যান-সহ অন্যান্য আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছবেন ৷
সারারাত তৎপরতার সঙ্গে কাজ করে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলি থেকে আহত যাত্রীদের উদ্ধার করেছেন, রেল, এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ৷ এবার শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ (Restoration Works Start in Domohani) ৷ রেলে তরফে ইঞ্জিনিয়ার এবং রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৷ সেই সঙ্গে রেলের ক্রেন দুর্ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগিগুলিকে সরানো জন্য ৷
আরও পড়ুন : Guwahati-Bikaner Express Derail : মৃতদের পাঁচ, আহতদের 1 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর