পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ankita Bhandari Death: অঙ্কিতা ভাণ্ডারি খুনে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল ঋষিকেশের রিসর্ট - উত্তরাখণ্ডে রিসেপশনিস্ট খুন

ক'দিন ধরে নিখোঁজ ছিলেন 19 বছরের অঙ্কিতা ভাণ্ডারি ৷ শনিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় এক বিজেপি নেতার ছেলের জড়িত থাকার অভিযোগ উঠেছে (BJP Leader's alleged connection in Ankita Bhandari Murder Case) ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

Uttarakhand Rishikesh Resort
ETV Bharat

By

Published : Sep 24, 2022, 8:23 AM IST

Updated : Sep 24, 2022, 10:43 AM IST

দেরাদুন, 24 সেপ্টেম্বর:বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল রিসর্ট ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নির্দেশে এই পদক্ষেপ করল স্থানীয় প্রশাসন ৷ উত্তরাখণ্ডের ঋষিকেশে ভানানতারা রিসর্টের মহিলা কর্মী অঙ্কিতা ভাণ্ডারির খুনের ঘটনায় তোলপাড় উত্তরাখণ্ড ৷ জানা গিয়েছে, 19 বছরের তরুণী এই রিসর্টেই রিসেপশনিস্ট কাজ করতেন ৷ বিগত 19 সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ অঙ্কিতা পৌরি জেলার শ্রীকোট গ্রামের বাসিন্দা (Ankita Bhandari alleged murder) ৷ শনিবার সকালে পুলিশ চিলা খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী ব্যথিত জানিয়ে টুইট করেছেন ৷

অঙ্কিতা ভাণ্ডারি যে রিসর্টটিতে কাজ করতেন, তার মালিক পৌরি জেলার যমকেশ্বর ব্লকের এক বিজেপি নেতার ছেলে ৷ অঙ্কিতার খুনের (Uttarakhand Resort Receptionist Murder) ঘটনায় গতকালই পুলিশ ওই নেতার ছেলে ও তাঁর দুই কর্মচারীকে গ্রেফতার করেছে (Resort of alleged murderer of Ankita Bhandari demolished in Rishikesh Uttarakhand) ৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডের রিসর্টে মহিলাকর্মী খুনের ঘটনায় ধৃত বিজেপি নেতার ছেলে

এই ঘটনার পর শুক্রবার পুষ্কর সিং ধামী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রাজ্যের সব রিসর্ট নিয়ে তদন্ত করে দেখতে নির্দেশ দেন ৷ এর সঙ্গে রাজ্যজুড়ে চলতে থাকা অবৈধ রিসর্টগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন তিনি ৷ ধামী বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক ৷ পুলিশ কাজ করছে ৷ তারা অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ অপরাধী যেই হোক না কেন, এরকম নৃশংস কাণ্ডের জন্য কঠিনতম সাজা দেওয়া হবে ৷" গতকালই রিসর্টের মালিক পুলকিত আর্যাকে অঙ্কিতার খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলকিত উত্তরাখণ্ডের হরিদ্বারের বিজেপি নেতা তথা মন্ত্রী (Uttarakhand Minister and BJP leader Vinod Arya) বিনোদ আর্যের ছেলে ৷

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ পুলকিত ও হোটেলের ম্যানেজার সৌরভ ভাস্কর, সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে ৷ তাঁরা পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, জানান এএসপি ৷ তারপর দীর্ঘ জেরায় তাঁরা স্বীকার করেন যে অঙ্কিতাকে খুন করে তাঁর দেহ চিলা খালে ফেলে দেন, জানান পৌরির অতিরিক্ত এসপি শেখর চন্দ্র সুয়াল ৷ এরপরই গ্রেফতার হন পুলকিত-সহ 3 জন ৷

তাদের কোটদোয়ার আদালতে পেশ করা হয় এবং 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷ মেয়ের খোঁজ না পেয়ে অঙ্কিতার বাবা-মা সোমবার সকালে পুলিশে অভিযাগ জানায় ৷ ডিআইজি পি রেণুকা দেবীর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট (Special Investigation Team, SIT) গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন: মা'কে হত্যার দায়ে আজীবন কারাবাস 'ডাইরি অফ আ উইম্পি কিড' খ্যাত রায়ানের

Last Updated : Sep 24, 2022, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details