আগরতলা (ত্রিপুরা), 16 ফেব্রুয়ারি: ত্রিপুরার পশ্চিম জেলার জয়পুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে (India-Bangladesh Border Zero Line) বসবাসকারী 20 জন ভোটার বৃহস্পতিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ তাঁদের দাবি, তাঁরা রাজ্যের শান্তি ও উন্নয়নের আশায় ভোট দিয়েছেন । নির্বাচন কমিশনের (ECI) তরফে জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যাঁরা বসবাস করেন, তাঁদের মধ্যে ভোটারের সংখ্যা 139 জন ৷ তাঁদের মধ্যে 20 জন এদিন সীমান্ত পেরিয়ে এসে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে ৷
ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ভারতীয় ভোটারদের জন্য ওই এলাকায় মোতায়েন থাকা বিএসএফ (BSF) জওয়ানরা এদিন সকাল 6টা নাগাদ সীমান্তের গেট খুলে দেন । নাম প্রকাশ না করার শর্তে একজন বিএসএফ আধিকারিক জানান যে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে বসবাসকারী ভারতীয় ভোটাররা বায়োমেট্রিকের মাধ্যমে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করেন ৷ তাদের পরিচয়পত্র সঙ্গে আনা বাধ্যমূলক করা হয়েছিল ৷ নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের আবার নিজেদের জায়গায় ফিরে যেতে হয় ৷