পশ্চিমবঙ্গ

west bengal

সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের ছেড়ে দিল এইমস ঋষিকেশ, সবাই অবশেষে বাড়ির পথে

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 6:47 PM IST

Silkyara Tunnel Disaster: সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকরা সবাই সুস্থ আছেন । মেডিক্যাল বুলেটিনে এ কথা জানিয়ে আজ তাঁদের হাসপাতাল থেকে মুক্তি দিয়েছে এইমস ঋষিকেশ ৷ এরপরই বাড়ি ফিরতে শুরু করেছেন শ্রমিকরা ।

Silkyara Tunnel Disaster
সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের ছেড়ে দিল এইমস ঋষিকেশ

দেরাদুন, 30 নভেম্বর:অবশেষে বাড়ির পথে অন্ধকূপে 17 দিন অবরুদ্ধ থাকা শ্রমিকরা ৷ তাঁদের চিকিৎসার পর মুক্তি দিয়েছে হাসপাতাল ৷ বিভিন্ন রাজ্যের নোডাল অফিসারদের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের কর্মীদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে ৷

উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে 17 দিনআটকে থাকার পর দুঃসাহসী অভিযানে গত মঙ্গলবার উদ্ধার করা হয় 41 জন শ্রমিককে ৷ অন্ধকূপ থেকে বের করে আনার পর তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল এইমস ঋষিকেশে ৷ আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ রাজ্যগুলির নোডাল অফিসারদের সঙ্গে সমস্ত কর্মীদের তাঁদের বাড়ির পথে ফেরানো হয় । উত্তরপ্রদেশ সরকার তাদের কর্মীদের আনার জন্য ভলভো বাসের ব্যবস্থা করে । একইভাবে, অন্যান্য শ্রমিকদেরও বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় ৷

কর্মীদের হাসপাতাল থেকে মুক্তি দেওয়ার আগে তাঁদের সঙ্গে দিয়ে দেখা করেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট গুরমিত সিং ৷ তিনি ঋষিকেশ এইমসে গিয়ে সব শ্রমিকদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন । ঋষিকেশ এইমসের অধিকর্তা অধ্যাপক মীনু সিং সমস্ত কর্মীদের রাজ্যপালের সঙ্গে পরিচয় করিয়ে দেন । সব কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল । তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলে শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ।

উল্লেখ্য, উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া 41 জন শ্রমিককে প্রথমে চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় । এর পরে, পরের দিন অর্থাৎ 29 নভেম্বর বুধবার, সব শ্রমিককে বিমানে করে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিত্সকরা শ্রমিকদের মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষা করেন । এরপর তাঁদের বেশ কিছু সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় । আজ শ্রমিকদের মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানান যে, হাসপাতালে ভর্তি সব শ্রমিকই সম্পূর্ণ সুস্থ ৷ তাঁদের আজই হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
  2. প্রায় শেষ সিল্কিয়ারায় খননকাজ, পুজোয় বসলেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স
  3. অবশেষে অপেক্ষার অবসান, 17 দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক

ABOUT THE AUTHOR

...view details