উত্তরকাশী, 24 নভেম্বর: উদ্ধারকার্যের আজ 13তম দিন ৷ উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ফের থমকে গিয়েছে ড্রিলিংয়ের কাজ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, মাটিতে যে জায়গায় ড্রিলিং মেশিনটি রাখা হয়েছে, তাতে ফাটল ধরেছে ৷ এতে বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হয়েছে প্রশাসনকে ৷ শুক্রবার সকালে সিল্কিয়ারা টানেলে উদ্ধারকার্যের দায়িত্বে থাকা ভাস্কর খুলবে সাংবাদিকদের বলেন, "আজ সকাল 11-11.30টা নাগাদ কাজ শুরু হবে ৷ যন্ত্রের মাধ্যমে দেখা গিয়েছে আগামী 5 মিটারের মধ্যে কোথাও কোনও ধাতব পদার্থ নেই ৷"
ড্রিলিং মেশিনে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে বলে জানান উচ্চাধিকারিক ৷ খুলবে আরও বলেন, "পাইপের মুখে কিছু জমে ছিল, সেগুলি কেটে পরিষ্কার করা হয়েছে ৷ এটা কঠিন কাজ ৷ তাই সময় লাগছে ৷" টানেলের মধ্যে আর মাত্র 14 মিটার পর্যন্ত যেতে হবে ৷ সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যাতেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ৷
এদিকে সিল্কিয়ারা টানেলের উদ্ধারকার্য প্রসঙ্গে আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, "হতেই পারে কাল সকালে আমরা ওই 41 জন শ্রমিকের কাছে পৌঁছে গেলাম ৷ গতকাল সকালে আমরা ভেবেছিলাম শ্রমিকদের বের করা যাবে, দুপুরেও তাই ভেবেছিলাম ৷ কিন্তু পাহাড়গুলো পরিস্থিতি ভালো করে বুঝতে হবে আগে ৷ এই নিয়ে ড্রিলিং মেশিনটা তিন-তিন বার ভাঙল ৷" কবে ওই 41 জন শ্রমিকদের বের করা সম্ভব হবে ? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ বলেন, "কবে শ্রমিকদের উদ্ধার করা যাবে, তা নিশ্চিত বলতে পারব না ৷ তবে এবছর খ্রিসমাসের আগেই তা হবে ! আর শ্রমিকরা ভালো আছেন, নিরাপদে আছেন ৷"
এর আগে বৃহস্পতিবার সকালে 6 ঘণ্টা দেরিতে কাজ শুরু হয় সিল্কিয়ারা-বারকোট টানেলে ৷ তার আগে বুধবার রাতে লোহার গার্ডারের জন্যও কাজ বন্ধ রাখতে হয়েছিল ৷ সেটি পরিষ্কার করে ফের ড্রিলিং আরম্ভ করে উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপের মধ্যে 46.8 মিটার দূরত্ব পর্যন্ত স্টিলের পাইপ বসানো সম্ভব হয়েছে ৷ গতকাল আশা করা গিয়েছিল, হয়তো বৃহস্পতিবার রাতেই আটকে থাকা 41 জন শ্রমিকের কাছে পৌঁছনো যাবে ৷ আর তারপরই তাঁরা সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসবেন ৷ তবে তা হল না ৷ বরং আরও একবার থমকাল উদ্ধারের কাজ ।
আরও পড়ুন:
- উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
- উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ
- ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর