পশ্চিমবঙ্গ

west bengal

সিল্কিয়ারা টানেলে শুরু হবে ড্রিলিং, 'আজ সন্ধ্যায় কাজ শেষ হয়ে যাবে', আশাবাদী উদ্ধারকারী দল

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 7:57 AM IST

Updated : Nov 24, 2023, 9:49 AM IST

Silkyara Tunnel rescue: উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে যুদ্ধকালীন তৎপরতায় ড্রিলিংয়ের কাজ চলছে বেশ কয়েকদিন ধরে ৷ তবে বৃহস্পতির রাতে ফের বন্ধ হয়ে গিয়েছে উদ্ধারকাজ ৷ তবে শুক্রবার সন্ধ্য়াতেই পাইপ বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে ৷

ETV Bharat
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে 41 জন শ্রমিক

উত্তরকাশী, 24 নভেম্বর: উদ্ধারকার্যের আজ 13তম দিন ৷ উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ফের থমকে গিয়েছে ড্রিলিংয়ের কাজ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, মাটিতে যে জায়গায় ড্রিলিং মেশিনটি রাখা হয়েছে, তাতে ফাটল ধরেছে ৷ এতে বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হয়েছে প্রশাসনকে ৷ শুক্রবার সকালে সিল্কিয়ারা টানেলে উদ্ধারকার্যের দায়িত্বে থাকা ভাস্কর খুলবে সাংবাদিকদের বলেন, "আজ সকাল 11-11.30টা নাগাদ কাজ শুরু হবে ৷ যন্ত্রের মাধ্যমে দেখা গিয়েছে আগামী 5 মিটারের মধ্যে কোথাও কোনও ধাতব পদার্থ নেই ৷"

ড্রিলিং মেশিনে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে বলে জানান উচ্চাধিকারিক ৷ খুলবে আরও বলেন, "পাইপের মুখে কিছু জমে ছিল, সেগুলি কেটে পরিষ্কার করা হয়েছে ৷ এটা কঠিন কাজ ৷ তাই সময় লাগছে ৷" টানেলের মধ্যে আর মাত্র 14 মিটার পর্যন্ত যেতে হবে ৷ সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যাতেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ৷

এদিকে সিল্কিয়ারা টানেলের উদ্ধারকার্য প্রসঙ্গে আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, "হতেই পারে কাল সকালে আমরা ওই 41 জন শ্রমিকের কাছে পৌঁছে গেলাম ৷ গতকাল সকালে আমরা ভেবেছিলাম শ্রমিকদের বের করা যাবে, দুপুরেও তাই ভেবেছিলাম ৷ কিন্তু পাহাড়গুলো পরিস্থিতি ভালো করে বুঝতে হবে আগে ৷ এই নিয়ে ড্রিলিং মেশিনটা তিন-তিন বার ভাঙল ৷" কবে ওই 41 জন শ্রমিকদের বের করা সম্ভব হবে ? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ বলেন, "কবে শ্রমিকদের উদ্ধার করা যাবে, তা নিশ্চিত বলতে পারব না ৷ তবে এবছর খ্রিসমাসের আগেই তা হবে ! আর শ্রমিকরা ভালো আছেন, নিরাপদে আছেন ৷"

এর আগে বৃহস্পতিবার সকালে 6 ঘণ্টা দেরিতে কাজ শুরু হয় সিল্কিয়ারা-বারকোট টানেলে ৷ তার আগে বুধবার রাতে লোহার গার্ডারের জন্যও কাজ বন্ধ রাখতে হয়েছিল ৷ সেটি পরিষ্কার করে ফের ড্রিলিং আরম্ভ করে উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপের মধ্যে 46.8 মিটার দূরত্ব পর্যন্ত স্টিলের পাইপ বসানো সম্ভব হয়েছে ৷ গতকাল আশা করা গিয়েছিল, হয়তো বৃহস্পতিবার রাতেই আটকে থাকা 41 জন শ্রমিকের কাছে পৌঁছনো যাবে ৷ আর তারপরই তাঁরা সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসবেন ৷ তবে তা হল না ৷ বরং আরও একবার থমকাল উদ্ধারের কাজ ।

আরও পড়ুন:

  1. উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
  2. উত্তরকাশীতে টানেলের জন্য যাচ্ছে কালনার তৈরি বিশেষ পাইপ
  3. ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর
Last Updated : Nov 24, 2023, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details