পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অষ্টম দিনেও উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে 41 জন শ্রমিক, ঘটনাস্থলে গেলেন নীতীন গড়কড়ি

Uttarkashi Tunnel Collapse: আটদিন আগে ভেঙে পড়েছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সিল্কইয়ারা টানেলের একাংশ ৷ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আটকে থাকা 41 জন শ্রমিককে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 7:58 PM IST

দেরাদুন, 19 নভেম্বর:উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল দুর্ঘটনার পর কেটে গিয়েছে আটটি দিন ৷ রবিবারও উদ্ধার করা সম্ভব হয়নি ওই নির্মীয়মাণ ওই ক্ষতিগ্রস্থ টানেলে আটকে পড়া 41 জন শ্রমিককে ৷ এখনও পাইপের মাধ্যমেই তাঁদের কাছে খাবার ও অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে ৷ তবে উদ্ধারকাজে এখনও সফলতা মেলেনি ৷ তার মধ্যে এই উদ্ধারকাজের জন্য নিয়ে আসা একটি যন্ত্রও খারাপ হয়ে গিয়েছে ৷ ফলে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে অন্য একটি মেশিন সেখানে নিয়ে যাওয়া হয়েছে ৷ এদিন ঘটনাস্থলে যান কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি ৷ তিনি উদ্ধারকারীদের সঙ্গেও কথা বলেন ৷

কিন্তু ওই সুরঙ্গটিতে এত কংক্রিটের ধ্বংসাবশেষ রয়েছে যে সরাতে সমস্যা হচ্ছে ৷ তাই উদ্ধারকাজে সাফল্য আনার জন্য 6টি বিকল্প পদ্ধতিতে কাজ করা হচ্ছে ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্ধারকারী দলের সদস্যরা এই 6টি বিকল্পের উপর কাজ করছে ৷ বিদেশ থেকেও বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে এই উদ্ধারকাজের জন্য ৷

পরিকল্পনা অনুযায়ী ওই টানেলটির উপরে ও পাশে ড্রিলিং করা হচ্ছে ৷ উলম্বভাবে ড্রিলিংয়ের জন্য টানেলটির 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানেলের 103 মিটার চওড়া অংশে এভাবে ড্রিলিং করে গর্ত করা হবে ৷ সাইড ড্রিলিংয়ের জন্য 177 মিটার দূরত্ব বিশিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে ৷ ইতিমধ্যেই টানেলের উপর ড্রিলিংয়ের কাজ শুরু হয়েছে ৷ উদ্ধারকাজে সেনাকেও নামানো হয়েছে ৷ পরিকল্পনা অনুযায়ী, টানেলের উপর ড্রিল করে আটকে থাকা শ্রমিকদের জন্য খাবার ও জল পাঠানো হবে ৷ আর টানেলের পাশে ড্রিল করে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা হবে ৷

জানা গিয়েছে, টানেলটিতে প্রবেশের মুখেও ড্রিল করে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা হচ্ছে ৷ টানেলের শেষ প্রান্তের দিক থেকেও পথ বের করার চেষ্টা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. উত্তরাখণ্ডে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানেলের কাছে 320 মিটার ট্র্যাক তৈরি সেনার
  2. টানেলে আটকে পড়া শ্রমিকরা 'নিরাপদ', উদ্ধারকাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details