পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

lahaul spiti : লাহুল স্পিতিতে আটকে পড়া বাঙালি পর্বতারোহীদের হদিশ মিলল, চলছে উদ্ধারকাজ - হিমাচল প্রদেশ

গত 17 সেপ্টেম্বর ওই পর্বতারোহণ শুরু হয় ৷ 25 সেপ্টেম্বর খামেঙ্গার পাসের কাছে পর্বতারোহী দলের দুই সদস্যের মৃত্যু হয় ৷ প্রায় 18 হাজার ফুট ওপরে দলের বাকি 14 জন সদস্য আটকে পড়েন ৷

rescue-team-found-14-members-of-the-crew-trapped-in-the-khanmigar-glacier
lahaul spiti : লাহুল স্পিতিতে আটকে পড়া বাঙালি পর্বতারোহীদের হদিশ মিলল, চলছে উদ্ধারকাজ

By

Published : Sep 28, 2021, 7:21 PM IST

লাহুল স্পিতি (হিমাচল প্রদেশ), 28 সেপ্টেম্বর : ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশ বা আইটিবিপি হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে উদ্ধার কাজ শুরু করেছে ৷ আটকে পড়া পর্বতারোহীদের সন্ধানও মিলেছে বলে খবর ৷ সেখানে পশ্চিমবঙ্গের দুই পর্বতারোহী মারা গিয়েছেন ৷ আরও 12 জন আটকে রয়েছেন প্রায় দু’সপ্তাহ ধরে ৷ খারাপ আবহাওয়ার জন্য তাঁরা 5000 মিটার উঁচুতে খামেঙ্গার হিমবাহতে আটকে পড়েছেন ৷

মঙ্গলবার রাত 3টে নাগাদ আইটিবিপি, সেনা ও নগর প্রশাসনের তরফে এই অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারীরা লাহুল স্পিতির মানালি-খামেঙ্গার পাস- মানিব়্যাঙ দিয়ে কাজার দিকে উপরে ওঠার চেষ্টা শুরু করেছেন ৷

আরও পড়ুন :Kanhaiya Kumar : কংগ্রেস কোনও দল নয়, একটা ভাবধারা ; রাহুলের হাত ধরে ঘোষণা কানহাইয়ার

জানা গিয়েছে, গত 17 সেপ্টেম্বর ওই পর্বতারোহণ শুরু হয় ৷ পর্বতারোহী দলের সহকারী নেতা অন্য এক সদস্যকে সঙ্গে নিয়ে কাজায় আইটিবিপির ক্যাম্পে আসতে সমর্থ হন ৷ তাঁরাই গোটা বিষয়টি জানান ৷

আরও পড়ুন :Captain Amrinder Singh : অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন ক্যাপ্টেন

তাঁদের থেকে আইটিবিপি কর্তৃপক্ষ জানতে পারে, 25 সেপ্টেম্বর খামেঙ্গার পাসের কাছে পর্বতারোহী দলের দুই সদস্যের মৃত্যু হয় ৷ তাঁদের একজনের নাম সন্দীপকুমার ঠাকুরতা (48) ৷ আর অন্যজনের নাম ভাস্করদেব মুখোপাধ্যায় (61) ৷ তাঁরা দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা৷

তার পর প্রায় 18 হাজার ফুট ওপরে দলের বাকি 14 জন সদস্য আটকে পড়েন ৷ সেই দলে 3 জন পর্বতারোহী এবং 11 জন স্থানীয় শেরপা ছিলেন ৷ তাঁদের মধ্যে দু’জন নেমে আসতে সমর্থ হন ৷ তার পরই উদ্ধারকাজ শুরু করেন ৷

আরও পড়ুন :Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

জানা গিয়েছে, আজকের মধ্যেই আটকে পড়া পর্বতারোহীদের ফিরিয়ে আনা সম্ভব হবে ৷ আগামিকাল সকালে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হবে ৷

ABOUT THE AUTHOR

...view details