পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিল্কিয়ারায় 13 দিন ! শ্রমিকদের কাছে লুডো-দাবা পাঠাবার ভাবনা মানসিক রোগ বিশেষজ্ঞের - সিল্কিয়ারায় 12 দিন পার

Silkyara Tunnel Rescue: উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে উদ্ধারকার্য চলছে ৷ হয়তো আজই তাঁদের কাছে পৌঁছনো যাবে ৷ তবে এই টানাপোড়েনে আটকে থাকা শ্রমিকদের মানসিক জোর অটুট থাকা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা ৷

ETV Bharat
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে 41 জন শ্রমিক

By PTI

Published : Nov 24, 2023, 10:32 AM IST

Updated : Nov 24, 2023, 11:16 AM IST

উত্তরকাশী, 24 নভেম্বর: অপেক্ষা আর কয়েক ঘণ্টার! তেমনটাই জানালেন সিল্কিয়ারা টানেলের উদ্ধারকারী দলের শীর্ষ আধিকারিক ভাস্কর খুলবে ৷ তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টাও বটে ৷ তারপরই টানেল থেকে মুক্ত হতে পারেন শ্রমিকরা। 12 দিন ধরে টানেলের মধ্যেই বন্দি রয়েছেন 41 জন শ্রমিক ৷ প্রবল মানসিক চাপে মুক্তির প্রহর গুনছেন তাঁরা ৷ তাঁদের মন ভালো রাখতে এবার লুডো, দাবার মতো ইন্ডোর গেমস পাঠানোর কথা ভাবছেন উদ্ধারকারী দলে থাকা মানসিক চিকিৎসকরা ৷

দলের এক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ রোহিত গোন্ডওয়াল বলেন, "আমরা ভাবছি শ্রমিকদের কাছে লুডো আর দাবার বোর্ড পাঠাব ৷ তাস খেললেও আটকে থাকা শ্রমিকদের মনের চাপ কমবে ৷ তাঁদের উদ্ধার করার সম্ভাব্য সময় ক্রমশ পিছিয়ে যাচ্ছে ৷ মনে হচ্ছে আরও কিছুটা সময় লেগে যাবে ৷ এই অবস্থায় শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষ জরুরি।" এর আগে বৃহস্পতিবার রাতে অগার মেশিনের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ তাই ড্রিলিংয়ের কাজ থমকে যায় ৷ এ নিয়ে তিন-তিন বার মেশিনের গোলমাল ধরা পড়ল ৷ তবে শুক্রবার সকালে ভাস্কর খুলবে বলেন, "মেশিনের যান্ত্রিক ত্রুটি মেরামত করা গিয়েছে ৷ আশা করছি, সব ঠিক থাকলে আজ সন্ধ্যা নাগাদ শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে ৷"

উদ্ধারকার্যে কখনও গতি এলেও কখনও তা থমকে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে 41 জন শ্রমিকের সুস্থ থাকাটা খুব জরুরি ৷ মানসিক চিকিৎসক বলেন, "শ্রমিকেরা আমাদের জানিয়েছেন, তাঁরা নিজেদের মধ্যে খেলাধুলো করছেন ৷ যোগাও করছেন। মনের চাপ কমাতে এই সব খুবই গুরুত্বপূর্ণ ৷" আরেক চিকিৎসকও জানান, আটকে থাকা অবস্থায় মনের জোর যেন সবসময় বেশি থাকে ৷ তাঁদের মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে ৷

19 নভেম্বর, রবিবার ওই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে 6 ইঞ্চি ব্যাসের একটি পাইপ বসানো হয় ৷ সেই পাইপের মধ্যে দিয়ে শ্রমিকদের কাছে গরম খিচুড়ি পৌঁছয় সোমবার ৷ এরপর এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়েছে ৷ সেই ভিডিয়ো প্রকাশ করেছে উদ্ধারকারী দল ৷ এরপরে অডিয়ো সিস্টেমের ব্যবস্থাও করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে অনবরত যোগাযোগ করা হচ্ছে ৷

12 নভেম্বর দীপাবলির ভোরে হঠাৎ সিল্কিয়ারায় নির্মীয়মান টানেলে ধস নামে ৷ টানেলের একটি অংশ ভেঙে পড়ে ৷ আটকে পড়েন দেশের বিভিন্ন রাজ্য থেকে কাজ করতে আসা 41 জন শ্রমিক ৷ তাতে আছেন পশ্চিমবঙ্গের 3 শ্রমিকও । তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয় ৷ দু'সপ্তাহ হতে চলল যুদ্ধকালীন তৎপরতায় তা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ বিভিন্ন এনডিআরএফ, এসডিআরএফ ছাড়াও বিভিন্ন এজেন্সি একসঙ্গে এই কাজ করছেন ৷ এসেছেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সও ৷ আজ অবশ্য উদ্ধারকারী দল আশার কথাই শুনিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সিল্কিয়ারা টানেলে শুরু হবে ড্রিলিং, 'আজ সন্ধ্যায় কাজ শেষ হয়ে যাবে', আশাবাদী উদ্ধারকারী দল
  2. ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর
  3. উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে হুগলির জয়দেব-সৌভিক, দুশ্চিন্তার প্রহর গুনছে পরিবার
Last Updated : Nov 24, 2023, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details