উত্তরকাশী, 24 নভেম্বর: অপেক্ষা আর কয়েক ঘণ্টার! তেমনটাই জানালেন সিল্কিয়ারা টানেলের উদ্ধারকারী দলের শীর্ষ আধিকারিক ভাস্কর খুলবে ৷ তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টাও বটে ৷ তারপরই টানেল থেকে মুক্ত হতে পারেন শ্রমিকরা। 12 দিন ধরে টানেলের মধ্যেই বন্দি রয়েছেন 41 জন শ্রমিক ৷ প্রবল মানসিক চাপে মুক্তির প্রহর গুনছেন তাঁরা ৷ তাঁদের মন ভালো রাখতে এবার লুডো, দাবার মতো ইন্ডোর গেমস পাঠানোর কথা ভাবছেন উদ্ধারকারী দলে থাকা মানসিক চিকিৎসকরা ৷
দলের এক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ রোহিত গোন্ডওয়াল বলেন, "আমরা ভাবছি শ্রমিকদের কাছে লুডো আর দাবার বোর্ড পাঠাব ৷ তাস খেললেও আটকে থাকা শ্রমিকদের মনের চাপ কমবে ৷ তাঁদের উদ্ধার করার সম্ভাব্য সময় ক্রমশ পিছিয়ে যাচ্ছে ৷ মনে হচ্ছে আরও কিছুটা সময় লেগে যাবে ৷ এই অবস্থায় শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষ জরুরি।" এর আগে বৃহস্পতিবার রাতে অগার মেশিনের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ তাই ড্রিলিংয়ের কাজ থমকে যায় ৷ এ নিয়ে তিন-তিন বার মেশিনের গোলমাল ধরা পড়ল ৷ তবে শুক্রবার সকালে ভাস্কর খুলবে বলেন, "মেশিনের যান্ত্রিক ত্রুটি মেরামত করা গিয়েছে ৷ আশা করছি, সব ঠিক থাকলে আজ সন্ধ্যা নাগাদ শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে ৷"
উদ্ধারকার্যে কখনও গতি এলেও কখনও তা থমকে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে 41 জন শ্রমিকের সুস্থ থাকাটা খুব জরুরি ৷ মানসিক চিকিৎসক বলেন, "শ্রমিকেরা আমাদের জানিয়েছেন, তাঁরা নিজেদের মধ্যে খেলাধুলো করছেন ৷ যোগাও করছেন। মনের চাপ কমাতে এই সব খুবই গুরুত্বপূর্ণ ৷" আরেক চিকিৎসকও জানান, আটকে থাকা অবস্থায় মনের জোর যেন সবসময় বেশি থাকে ৷ তাঁদের মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে ৷