উত্তরকাশী, 16 নভেম্বর: চারদিন অতিবাহিত ৷ উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে এখনও আটকে রয়েছেন 40 জন শ্রমিক ৷ আজ পঞ্চম দিনেও চলছে উদ্ধারকাজ ৷ এ দিন সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে । আজ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলেও হতে পারে । কারণ বৃহস্পতিবার হেভি অগার ড্রিলিং মেশিন দিয়ে উদ্ধারকার্য চলছে ৷ মেশিনটি হারকিউলিস বিমানে করে উত্তরকাশীতে নিয়ে আসা হয়েছিল । নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন উদ্ধার অভিযানে গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
এখন পর্যন্ত অগার মেশিন দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছিল ৷ তবে তাতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দিল্লি থেকে সেনাবাহিনীর একটি নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিনের অর্ডার দেওয়া হয় । বুধবার নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন তিনটি ব্যাচে চিনিয়ালিসাউর বিমানবন্দরে সেনার হারকিউলিস বিমানে অবতরণ করে । এরপর চিনিয়ালিসাউর থেকে সিল্কইয়ারা পর্যন্ত একটি গ্রিন করিডর তৈরি করা হয় । নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিনটি গ্রিন করিডোরের মাধ্যমে সিল্কইয়ারার টানেলের কাছে নিয়ে আসা হয় ৷ যেখানে 40 জন শ্রমিক আটকে রয়েছেন ।