উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে জোরকদমে চলছে উদ্ধারকার্য উত্তরকাশী, 23 নভেম্বর:হয়তো আজই টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করা যেতে পারে ৷ এমনটাই আশা করছেন, উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলের উদ্ধারকারী দল ৷ বুধবার রাত পর্যন্ত ওই ধ্বংসস্তূপের 50 মিটার পর্যন্ত খোঁড়া হয়েছে ৷ আমেরিকার ড্রিল মেশিন দিয়েই কাজ হচ্ছে ৷ উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে চূড়ান্ত পদক্ষেপ করাই তাঁদের লক্ষ্য ৷ আজ সকালে টানেল দেখতে আসেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ তিনি বলেন "অগার মেশিন দিয়ে 45 মিটার দীর্ঘ একটি পাইপলাইন তৈরি করা হয়েছে ৷ উদ্ধারকার্য একেবারে শেষ ধাপে ৷ এখনও কিছু বাধা রয়েছে ৷ তবে আশা করি, যত দ্রুত সম্ভব ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে ৷"
আবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিশেষ আধিকারিক ভাস্কর খুলবে জানিয়েছেন, টানেলের মধ্যে খোঁড়ার সময় বড় বড় লোহার টুকরোয় ধাক্কা লেগে কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ 6 ঘণ্টার চেষ্টায় সেই টুকরোগুলি সরানো হয়েছে ৷ ফের কাজ শুরু হয়েছে ৷ উদ্ধারকার্যে কিছুটা দেরি হলেও হয়তো বৃহস্পতিবার রাতেই টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে ৷
উদ্ধারের পরে শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য টানেলে এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্স ৷ হাসপাতালও তৈরি, জানালেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন টানেলে কী হচ্ছে, তার আপডেট জানছেন ৷ আজও তিনি জানতে চেয়েছেন উদ্ধারকার্য কতদূর পৌঁছেছে ৷ আমাদের বিশেষজ্ঞরা দিন-রাত এক করে কাজ করছে ৷"
উদ্ধারকারী দলের এক সদস্য গিরিশ সিং রাওয়াত বলেন, "উদ্ধারকার্য প্রায় শেষ ধাপে পৌঁছেছে ৷ আমি আশা করি, 1-2 ঘণ্টার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে ৷ পাইপলাইন তৈরি করা হচ্ছে ৷ এর মধ্যে দিয়েই শ্রমিকদের বের করা আনা হবে ৷ ধ্বংসস্তূপের মধ্যে স্টিলের টুকরো ছিল ৷ সেগুলি কাটার কাজও হয়ে গিয়েছে ৷ আর সরানোও হয়েছে ৷"
এদিন টানেলের কাজকর্ম দেখতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিং ৷ এদিকে টানেলের মধ্যে অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে ৷ একদল চিকিৎসকও সেখানে রয়েছেন ৷ নিকটবর্তী চিনিয়ালিসৌরে একটি স্বাস্থ্য কেন্দ্রে 41 জন শ্রমিকের জন্য একটি বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে ৷ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে ওই ওয়ার্ডে রাখা হবে বলে জানা গিয়েছে ৷ সেখানে তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে ৷
উদ্ধারকারী দলের এক আধিকারিক হরপাল সিং কাশ্মীরে নির্মীয়মান জোজিলা টানেল প্রজেক্টের প্রজেক্ট হেড ৷ উদ্ধারের বিষয়ে আত্মবিশ্বাসী আধিকারিক জানিয়েছেন বৃহস্পতিবার সকাল 8.30 মিনিট নাগাদ আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হতে পারে ৷ ইতিমধ্যে বুধবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ কর্মীরা টানেলের মধ্যে প্রবেশ করেছেন ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷
আরও পড়ুন:
- 'আঁধার' সুড়ঙ্গে আশার আলো, প্রায় 50 মিটার পাথর খুঁড়ে টানেলে প্রবেশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর
- টানেলে 11 দিন! 'আটকে থাকা শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছি', আশ্বাস এনডিআরএফ আধিকারিকদের
- 'মা ভালো আছি, চিন্তা করো না', আশ্বস্ত করলেন সিল্কিয়ারার টানেলে আটকে পড়া বাংলার শ্রমিক