পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর - উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেল

Uttarakhand Tunnel Collapse: উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকদের আজ 12 দিন ৷ উদ্ধারকারী দল জানাচ্ছে, টানেল খোঁড়া এবং পাইপ বসানোর কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ৷ তাহলে কি আজই বের করা যাবে 41 জন শ্রমিককে ?

ETV Bharat
বৃহস্পতিবার সকালে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 8:03 AM IST

Updated : Nov 23, 2023, 1:32 PM IST

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে জোরকদমে চলছে উদ্ধারকার্য

উত্তরকাশী, 23 নভেম্বর:হয়তো আজই টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করা যেতে পারে ৷ এমনটাই আশা করছেন, উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলের উদ্ধারকারী দল ৷ বুধবার রাত পর্যন্ত ওই ধ্বংসস্তূপের 50 মিটার পর্যন্ত খোঁড়া হয়েছে ৷ আমেরিকার ড্রিল মেশিন দিয়েই কাজ হচ্ছে ৷ উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে চূড়ান্ত পদক্ষেপ করাই তাঁদের লক্ষ্য ৷ আজ সকালে টানেল দেখতে আসেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ তিনি বলেন "অগার মেশিন দিয়ে 45 মিটার দীর্ঘ একটি পাইপলাইন তৈরি করা হয়েছে ৷ উদ্ধারকার্য একেবারে শেষ ধাপে ৷ এখনও কিছু বাধা রয়েছে ৷ তবে আশা করি, যত দ্রুত সম্ভব ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে ৷"

আবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিশেষ আধিকারিক ভাস্কর খুলবে জানিয়েছেন, টানেলের মধ্যে খোঁড়ার সময় বড় বড় লোহার টুকরোয় ধাক্কা লেগে কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ 6 ঘণ্টার চেষ্টায় সেই টুকরোগুলি সরানো হয়েছে ৷ ফের কাজ শুরু হয়েছে ৷ উদ্ধারকার্যে কিছুটা দেরি হলেও হয়তো বৃহস্পতিবার রাতেই টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে ৷

উদ্ধারের পরে শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য টানেলে এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্স ৷ হাসপাতালও তৈরি, জানালেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন টানেলে কী হচ্ছে, তার আপডেট জানছেন ৷ আজও তিনি জানতে চেয়েছেন উদ্ধারকার্য কতদূর পৌঁছেছে ৷ আমাদের বিশেষজ্ঞরা দিন-রাত এক করে কাজ করছে ৷"

উদ্ধারকারী দলের এক সদস্য গিরিশ সিং রাওয়াত বলেন, "উদ্ধারকার্য প্রায় শেষ ধাপে পৌঁছেছে ৷ আমি আশা করি, 1-2 ঘণ্টার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে ৷ পাইপলাইন তৈরি করা হচ্ছে ৷ এর মধ্যে দিয়েই শ্রমিকদের বের করা আনা হবে ৷ ধ্বংসস্তূপের মধ্যে স্টিলের টুকরো ছিল ৷ সেগুলি কাটার কাজও হয়ে গিয়েছে ৷ আর সরানোও হয়েছে ৷"

এদিন টানেলের কাজকর্ম দেখতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিং ৷ এদিকে টানেলের মধ্যে অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে ৷ একদল চিকিৎসকও সেখানে রয়েছেন ৷ নিকটবর্তী চিনিয়ালিসৌরে একটি স্বাস্থ্য কেন্দ্রে 41 জন শ্রমিকের জন্য একটি বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে ৷ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে ওই ওয়ার্ডে রাখা হবে বলে জানা গিয়েছে ৷ সেখানে তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে ৷

উদ্ধারকারী দলের এক আধিকারিক হরপাল সিং কাশ্মীরে নির্মীয়মান জোজিলা টানেল প্রজেক্টের প্রজেক্ট হেড ৷ উদ্ধারের বিষয়ে আত্মবিশ্বাসী আধিকারিক জানিয়েছেন বৃহস্পতিবার সকাল 8.30 মিনিট নাগাদ আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হতে পারে ৷ ইতিমধ্যে বুধবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ কর্মীরা টানেলের মধ্যে প্রবেশ করেছেন ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'আঁধার' সুড়ঙ্গে আশার আলো, প্রায় 50 মিটার পাথর খুঁড়ে টানেলে প্রবেশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর
  2. টানেলে 11 দিন! 'আটকে থাকা শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছি', আশ্বাস এনডিআরএফ আধিকারিকদের
  3. 'মা ভালো আছি, চিন্তা করো না', আশ্বস্ত করলেন সিল্কিয়ারার টানেলে আটকে পড়া বাংলার শ্রমিক
Last Updated : Nov 23, 2023, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details