পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাসপাতালে ভর্তি করতে করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়: কেন্দ্র - পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত নয়া নির্দেশকায় বলা হয়েছে, এবার থেকে করোনার চিকিৎসার জন্য ভর্তি হতে পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক নয় ৷ করোনা আক্রান্ত সন্দেহ হলে সেই ব্যক্তিকে সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি করানো হবে ৷

requirement-of-a-positive-test-for-covid-19-virus-is-not-mandatory-for-admission-to-a-covid-health-facility
হাসপাতালে ভর্তি করতে করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়: কেন্দ্র

By

Published : May 8, 2021, 4:04 PM IST

নয়াদিল্লি, 8 মে : হাসপাতালে ভর্তি করতে হলে এখন থেকে আর করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয় ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোভিডের নয়া নীতিতে এমনটাই জানিয়েছে ৷ আগে করোনার চিকিৎসায় হাসপাতালে ভর্তি করতে হলে পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল ৷ বর্তমানে করোনার সংক্রমণ এবং তার জেরে মৃত্যু ঘটনা বাড়তে থাকায় কেন্দ্র তাঁর সিদ্ধান্ত বদল করেছে ৷

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত নয়া নির্দেশকায় বলা হয়েছে, এবার থেকে করোনার চিকিৎসার জন্য ভর্তি হতে, পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক নয় ৷ করোনা আক্রান্ত সন্দেহ হলে সেই ব্যক্তিকে সাসপেক্ট ওয়ার্ড সিসিসি, ডিসিএইচসি বা ডিএইসিতে ভর্তি করানো যাবে ৷ এমনকি কোনও রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারবে না হাসপাতালগুলি ৷ তা অক্সিজেন দেওয়া হোক, বা প্রয়োজনীয় ওষুধ দেওয়া যাই হোক না কেন ৷ এমনকি রোগী অন্য শহরের হলেও তাঁকে ফেরানো যাবে না ৷

আরও পড়ুন : টিকার জন্য হাহাকার, কিন্তু ভ্যাকসিন বাজেটের মাত্র 14 শতাংশ খরচ কেন্দ্রের

কেন্দ্রের নয়া এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোগী ভর্তি হতে গিয়ে যদি সঠিক কোনও পরিচয়পত্র না দেখাতে পারেন, সেক্ষেত্রেও রোগীকে ফেরাতে পারবে না হাসপাতালগুলি ৷ এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই সব নির্দেশিকা দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে ৷

ABOUT THE AUTHOR

...view details