নয়াদিল্লি, 8 মে : হাসপাতালে ভর্তি করতে হলে এখন থেকে আর করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয় ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোভিডের নয়া নীতিতে এমনটাই জানিয়েছে ৷ আগে করোনার চিকিৎসায় হাসপাতালে ভর্তি করতে হলে পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল ৷ বর্তমানে করোনার সংক্রমণ এবং তার জেরে মৃত্যু ঘটনা বাড়তে থাকায় কেন্দ্র তাঁর সিদ্ধান্ত বদল করেছে ৷
আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত নয়া নির্দেশকায় বলা হয়েছে, এবার থেকে করোনার চিকিৎসার জন্য ভর্তি হতে, পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক নয় ৷ করোনা আক্রান্ত সন্দেহ হলে সেই ব্যক্তিকে সাসপেক্ট ওয়ার্ড সিসিসি, ডিসিএইচসি বা ডিএইসিতে ভর্তি করানো যাবে ৷ এমনকি কোনও রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারবে না হাসপাতালগুলি ৷ তা অক্সিজেন দেওয়া হোক, বা প্রয়োজনীয় ওষুধ দেওয়া যাই হোক না কেন ৷ এমনকি রোগী অন্য শহরের হলেও তাঁকে ফেরানো যাবে না ৷