নয়াদিল্লি, 29 এপ্রিল :করোনার টিকাকরণ কর্মসূচিতে বিশেষভাবে সক্ষমদের অগ্রাধিকার দেওয়া হোক ৷ বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারির জন্য স্বাস্থ্যমন্ত্রককে আবেদন জানাল বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভাগ ৷ এমনকি, কোভিডের চিকিৎসা করানোর ক্ষেত্রেও বিশেষভাবে সক্ষমদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে ওই আবেদনে ৷
এ বিষয়ে টুইটারে একটি টুইটও করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্য়ায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলট ৷ তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রককে আবেদন জানিয়েছে বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভাগ ৷