নয়াদিল্লি, 15 জানুয়ারি : এবার থেকে প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022) উদযাপন শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থেকেই ৷ আগে সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হত 24 জানুয়ারি থেকে ৷ তবে এবার তা শুরু হবে একদিন আগে 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী (Birth Anniversary of Subash Chandra Bose) থেকে ৷
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মোদি সরকার দেশের ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি উদযাপন এবং স্মরণ করার লক্ষ্যে এই পদক্ষেপ করেছে ৷ কেন্দ্রীয় সরকার এর আগে নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন শুরু করেছিল ।