রুদ্রপ্রয়াগ, 22 জানুয়ারি: গোটা গ্রামটা একটা লাইব্রেরি ৷ এমন অসাধ্য সাধন করেছেন বীণা নেগি মিশ্র ৷ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে তাঁর পৈতৃক গ্রাম মণিগুহ-র চেহারাটাই বদলে দিয়েছেন তিনি, তাঁর স্বামী সুমন মিশ্র এবং দুই স্থানীয় যুবক অলোক সোনি এবং রাহুল রাওয়াত ৷ গ্রামে অতিসাধারণ সুযোগ সুবিধেটুকুও পাওয়া যায় না ৷ পড়াশোনা তো অনেক দূর ৷ এমবিএ করে দিল্লিতে চাকরি করছিলেন বীণা ৷ মনের মধ্যে গ্রামের এই দুরবস্থার কথা ঘুরপাক খাচ্ছিল ৷ মনে হত তাঁর গ্রামে লেখাপড়ার সুযোগ নেই, চাকরি নেই, মানুষ এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন ৷ তাই লোভনীয় চাকরি ছেড়ে গ্রামে ফেরেন বীণা নেগি (Bina Negi Mishra has turned her small village Maniguh to a library village) ৷
মণিগুহ (Maniguh) উত্তরাখণ্ডের প্রথম 'গ্রাম গ্রন্থাগার' (Library Village) ৷ এখনই 4 হাজারের বেশি বই পাওয়া যাবে এই গ্রন্থাগারে ৷ গ্রামের প্রতিটি ঘর বিভিন্ন বিষয়ের উপর বইগুলি পড়ার সুযোগ পাবে ৷ এর সঙ্গে 'মোবাইল বুক টেম্পলস' এবং ডিজিটাল প্রেজেনটেশনের (Digital Presentation) পরিকল্পনাও রয়েছে বীণা ও তাঁর দলের ৷ তাঁর স্বামী আর স্থানীয় দুই তরুণ অশোক সোনি রাহুল রাওয়াতের সহযোগিতায় 'হামারা গাঁও-ঘর ফাউন্ডেশন' (Hamara Gaon-Ghar Foundation) নামের একটি সংস্থা গড়ে ফেলেছেন তিনি ৷ এর উদ্দেশ্য গ্রামে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে দেশের বড় বড় শহরগুলি থেকে মানুষ এখানে কাজের খোঁজে, পড়াশোনা করতে আসেন ৷
আরও পড়ুন: কুচকাওয়াজ হবে কর্তব্যপথে, সাধারণতন্ত্র দিবস উদযাপনে থাকছে একাধিক চমক