পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Republic Day 2023: কুচকাওয়াজ হবে কর্তব্যপথে, সাধারণতন্ত্র দিবস উদযাপনে থাকছে একাধিক চমক

2023 সালে সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনেক দিক দিয়ে ব্যতিক্রমী হতে চলেছে ৷ কর্তব্যপথে প্যারেড হবে ।দেশের আম আদমিরও তা দেখার সুযোগ হবে (Public to observe Kartavya Path parade) ৷

Republic Day 2023
সাধারণতন্ত্র দিবস

By

Published : Jan 22, 2023, 9:23 AM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: এবারের সাধারণতন্ত্র দিবস নানা দিক থেকে বেশ খানিকটা অন্যরকম ৷ গত বছর রাজপথের নাম বদলে হয়েছে কর্তব্যপথ ৷ 26 জানুয়ারি সেখানে প্রথমবার প্যারেড হবে ৷ এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা 'জন ভাগিদারী'তে (Jan Bhagidari) সাধারণ মানুষও এই প্যারেডের সাক্ষী থাকতে পারবেন ৷ কর্তব্যপথের পাশের রাস্তা জনসাধারণের জন্য নির্ধারিত করা থাকবে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আসনসংখ্যা 1-1.5 লক্ষ থেকে কমিয়ে 50 হাজার করেছে (Republic Day 2023 Celebration) ৷

রাইজিনা হিলস এবং পুরানা কিলার মাঝে রাস্তাটি প্রসারিত করে কর্তব্যপথ করা হয়েছে ৷ এর আগে প্রথমে এই রাস্তার নাম ছিল 'কিংস ওয়ে', পরে দেশ স্বাধীন হওয়ার পর তা হয় 'রাজপথ' ৷ মোদির শাসনকালে 2022 সালে রাজপথ থেকে 'কর্তব্যপথ' (Kartavya Path) ৷ রাস্তার দু'পাশে প্রায় 20 হাজার আসন থাকবে সাধারণ মানুষের জন্য৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অনলাইনে 32 হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের আগে ব্যস্ততা বেড়েছে মুস্তাফার পরিবারের, তৈরি হচ্ছে 10 হাজার তেরঙা

সাধারণতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াটিও এখন সম্পূর্ণ অনলাইন ৷ 2023 সালে সাধারণতন্ত্র দিবসে 29 জানুয়ারি বিটিং রিট্রিট সেরিমনি (Beating Retreat Ceremony) দেখতে পাবেন জনগণ ৷ নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর নবনির্মিত বাসভবন এবং অন্য সরকারি অফিসের সংস্কার যাঁরা করেছেন, তাঁদেরও আমন্ত্রণ জানানো হবে ৷ এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি এবং পেশার মানুষরাও থাকবেন তালিকায় ৷ এমনকী বাদ যাবেন না রাস্তার ধারে বসা অতি সাধারণ দোকানদার, দোকানি ৷

এবারের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি (Republic Day 2023 Chief Guest) হিসেবে উপস্থিত থাকার কথা ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসির (President of Egypt, Abdel Fattah El-Sisi) ৷ 24 জানুয়ারি তিনি নয়াদিল্লিতে আসছেন ৷ তাঁকে অভ্যর্থনা জানাবেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ৷ পরেরদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details