পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Article 370 Abrogation: 370 ধারার অবলুপ্তির পর হিংসা কমে পর্যটন বেড়েছে কাশ্মীরে, দাবি রিপোর্টে

370 ধারার অবলুপ্তি (Article 370 Abrogation) ঘটনার পর থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বদলেছে ৷ হিংসা কমেছে ৷ পর্যটন বৃদ্ধি পেয়েছে ৷ একটি প্রতিবেদনে তেমনই লেখা হয়েছে ৷

Report says Violence decreased, tourism improved in Kashmir after Article 370 abrogation
Article 370 Abrogation: 370 ধারার অবলুপ্তির পর হিংসে কমে পর্যটন বেড়েছে কাশ্মীরে, দাবি রিপোর্টে

By

Published : Oct 4, 2022, 10:47 AM IST

Updated : Oct 4, 2022, 11:08 AM IST

ওয়াশিংটন, 4 অক্টোবর : 2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার (Jammu and Kashmir Special Status) তকমা সরিয়ে দেয় কেন্দ্রীয় সরকার ৷ অবলুপ্তি ঘটে সংবিধানের 370 (Article 370 Abrogation) ও 35এ ধারার ৷ তার পর থেকে কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ হিংসা কমেছে ৷ ফের পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে ৷

সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইনটারেস্ট ম্যাগাজিনে (National Interest Magazine) ৷ প্রতিবেদনটি লিখেছেন মার্কাস অ্যান্ড্রেওপলিস ৷ সেখানে তিনি লিখেছেন, গত কয়েক দশক ধরে হিংসায় দীর্ণ থেকেছে জম্মু ও কাশ্মীর (Violence in Kasmir) ৷ নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত (Pakistan Sponsored Terrorism) দেওয়ার অভিযোগ উঠেছে বারবার ৷

ওই রিপোর্টে লেখা হয়েছে, এখন পরিস্থিতি বদলেছে ৷ নাগরিকদের উপর আক্রমণের সংখ্যা কমেছে ৷ জঙ্গি সংগঠনে যোগ দেওয়াই একমাত্র বিকল্প বলে এখন আর মনে করেন না কাশ্মীরের মানুষ ৷ আগামিদিনে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মার্কাস অনুমান করেছেন ৷

তিনি আরও লিখেছেন, 370 ধারার অবলুপ্তি ঘটানোর পর কাশ্মীর নিয়ে অনেক আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷ এমনকী, আফগানিস্তান তালিবানের (Taliban) দখলে চলে যাওয়া এবং সেখানে আল কায়দা ফের সক্রিয় হওয়ায় কাশ্মীরের পরিস্থিতি 1989-এর মতে খারাপ হতে পারে বলে অনেকে আশঙ্কা করেছিল ৷ কিন্তু এবার সেরকম কিছুই হয়নি ৷

দিন কয়েক আগে ওয়াশিংটন ডিসি-তে এক আলোচনা সভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরানোর সিদ্ধান্তের সমর্থনে কথা বলেছিলেন ৷ তার পর দেখা গেল যে একটি পত্রিকাতেও কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে কাশ্মীরের পরিস্থিতির উন্নতির কথা লেখা হয়েছে ৷

অন্যদিকে এই নিয়ে এখনও বিতর্ক চলছে ৷ সুপ্রিম কোর্টে (Supreme Court) এই নিয়ে একাধিক মামলাও দায়ের হয়েছে ৷ দশমীর পর এই নিয়ে শুনানি হওয়ার কথা ৷

আরও পড়ুন :370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ, পিটিশনের সুপ্রিম শুনানি দশেরার পর

Last Updated : Oct 4, 2022, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details