কলকাতা, 4 ডিসেম্বর : আগের বাম জমানাই হোক বা অধুনা তৃণমূল কংগ্রেস জমানা । পশ্চিমবঙ্গকে বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্য বলে প্রচার চালিয়েছে দুই দলই । কিন্তু কতটা সঠিক এই প্রচার ? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জনপ্রতি বিদ্যুতের জোগানের নিরিখে দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ ।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার "Handbook of statistics on Indian States- 2020-21" নামে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে ৷ সেই পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, বিহার, ওড়িশা, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ- পূর্ব ভারতের এই চারটে রাজ্যেই বিদ্য়ুৎ উৎপাদন দেশের অন্যান্য রাজ্যের চেয়ে অনেকটাই কম।
পরিসংখ্যান অনুযায়ী, 2020-21 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে জনপ্রতি বিদ্যুতের জোগান হল 572.9 কিলোওয়াট/ঘণ্টা ৷ যা জাতীয় গড় 1031.4 কিলোওয়াট/ঘণ্টার তুলনায় অনেকটাই কম । বিদ্যুতের জোগানের নিরিখে দেশের রাজ্যগুলির মধ্যে শীর্ষে আছে গোয়া, সেখানে জনপ্রতি বিদ্যুতের জোগান হল 2793.1 কিলোওয়াট/ঘণ্টা ৷ অন্যদিকে, বিহারের ক্ষেত্রে পরিমাণ হল 327.7 কিলোওয়াট/ঘণ্টা , ওড়িশার 704.1 কিলোওয়াট/ঘণ্টা এবং ঝাড়খণ্ডের মাত্র 292.5 327.7 কিলোওয়াট/ঘণ্টা । উল্লেখযোগ্যভাবে, সিকিমের মতো একটি ছোট পাহাড়ি রাজ্যেও জনপ্রতি বিদ্যুতের জোগান এই রাজ্যগুলির তুলনায় অনেকটাই বেশি, 872.9 কিলোওয়াট/ঘণ্টা । দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে জনপ্রতি বিদ্যুতের জোগানের পরিমাণ 1401.4 কিলোওয়াট/ঘণ্টা । উত্তর ভারতে শীর্ষে রয়েছে হরিয়ানা, সেখানে বিদ্যুতের জোগান 2094.7 কিলোওয়াট/ঘণ্টা ।