ভুবনেশ্বর, 9 মে : প্রয়াত পদ্মবিভূষণ প্রাপ্ত ভাস্কর্যশিল্পী রঘুনাথ মহাপাত্র ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর ৷ কিছুদিন আগেই তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ আজ হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷
মাত্র 22 বছর বয়সে ভাস্কর্যে অসামান্য অবদানের জন্য জাতীয় পুরষ্কার জেতেন তিনি ৷ এরপর 1976 সালে পদ্মশ্রী, 2001 সালে পদ্মভূষণ, 2018 সালে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন তিনি ৷ রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি ৷
রঘুনাথ মহাপাত্রর প্রয়াণে শোকজ্ঞাপণ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখেছেন, "সাংসদ রঘুনাথ মহাপাত্র শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির জগতে অগ্রণী অবদান রেখেছিলেন । ঐতিহ্যবাহী কারুশিল্পকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন । তাঁর পরিবার এবং পরিজনদের প্রতি আমার সমবেদনা ।"
শোকপ্রকাশ করে টুইট করেছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও ৷
সংসদভবনের সেন্ট্রাল হলে স্যান্ডস্টোনের তৈরি সূর্যদেবের ছয় ফুটের মূর্তিটিও তাঁরই তৈরি ৷ এছাড়া প্যারিসে বুদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের একটি মূর্তিও তাঁর হাত দিয়েই তৈরি ৷