খাম্মাম (তেলেঙ্গানা), 2 জুলাই: তেলেঙ্গানার জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ রবিবার খাম্মামের সভা থেকে তিনি জানান, যে এই মুখ্যমন্ত্রীর রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আছে ৷ রাজ্যের শাসক দলকে 'বিজেপির বি-টিম' হিসাবেও দেগে দিয়েছেন তিনি। কটাক্ষের সুরে রাহুল গান্ধি বলেন, "বিআরএস-এর নতুন নামকরণ আসলে 'বিজেপি রিশতেদার সমিতি'।"
রাহুল গান্ধির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এবং তাঁর দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই আদতে তাদের বিজেপির আজ্ঞাবহ করে তুলেছে ৷ একই সঙ্গে তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ইতিমধ্য়েই তিনি অবিজেপি সব বিরোধী দলগুলিকে অন্যান্য সমস্ত বিরোধী নেতাদের জানিয়েছেন, কংগ্রেস এমন কোনও জোটে যোগ দেবে না, যেখানে বিআরএস জড়িত থাকবে। এদিন তিনি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, "বিআরএস হল বিজেপি রিশতেদার সমিতির মতো। কেসিআর মনে করেন তিনি একজন রাজা এবং তেলেঙ্গানা তাঁর রাজ্য।"