জয়সলমের (রাজস্থান), 14 নভেম্বর : "আপনি তুষারাবৃত পাহাড়ে থাকতে পারেন বা মরুভূমিতে । কিন্তু আমার দীপাবলি সম্পূর্ণ হয়, যখন আমি আপনাদের কাছে আসি । আপনাদের মুখে যখন আনন্দ দেখি তখন আমার খুশিও দ্বিগুণ হয়ে যায় ।" রাজস্থানের জয়সলমেরের লোঙ্গেওয়ালায় ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ উদযাপনে যোগ দিতে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আপনাদের আনন্দিত দেখলে আমার খুশি দ্বিগুণ হয়ে যায়, জওয়ানদের বললেন প্রধানমন্ত্রী - জয়সলমেরের লোঙ্গেওয়ালা
রাজস্থানের জয়সলমেরের লোঙ্গেওয়ালায় ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ উদযাপন প্রধানমন্ত্রীর ।
পাশাপাশি বক্তব্যের আগাগোড়া জওয়ানদের প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, "আজ গোটা বিশ্ব বোঝে যে ভারত কোনও মূল্যেই নিজের স্বার্থের সঙ্গে আপোস করবে না । আর ভারত এই খ্যাতি অর্জন করেছে আপনাদের শক্তি আর বীরত্বের জোরেই। আপনারা আছেন বলেই দেশ দীপাবলির আনন্দ করতে পারে।" প্রসঙ্গত, গতকাল পাকিস্তানি সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে। তাতে শহিদ হন 5 ভারতীয় জওয়ান। তার পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতের প্রত্যাঘাতে খতম হয়েছে পাকিস্তানের 11 জওয়ান। জখম আরও 16।
এদিন প্রধানমন্ত্রী লোঙ্গেওয়ালা যুদ্ধের কথা তুলে ধরেন। বলেন, "বিভিন্ন দেশের সঙ্গে সীমানা রয়েছে ভারতের। কিন্তু, যদি একটি সীমান্ত পোস্টের কথা বলতে হয়, যা প্রত্যেক ভারতীয় জানেন তা হল লোঙ্গেওয়ালা। লোঙ্গেওয়ালা যুদ্ধের কথা প্রত্যেক ভারতীয় জানেন।" উল্লেখ্য, পরের বছর লোঙ্গেওয়ালা যুদ্ধের 50 বছর পূরণ হচ্ছে। 1971 সালে ভারত-পাকিস্তানের মধ্যে লোঙ্গেওয়ালার যুদ্ধ হয়।