পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে সোমবার থেকে খুলবে ধর্মীয় স্থান - Religious places in the Maharashtra to re-open from Monday

গত সপ্তাহে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় স্থান খোলার ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ।

সোমবার থেকে ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার
সোমবার থেকে ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার

By

Published : Nov 14, 2020, 6:41 PM IST

মুম্বই, 14 নভেম্বর : দেশের মধ্যে কোরোনা সংক্রমণের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে । তাই দেশের অন্যান্য রাজ্যে ধর্মীয় স্থান খুলে গেলেও মহারাষ্ট্রের মন্দির-মসজিদ-গির্জার দরজা বন্ধই ছিল । অবশেষে প্রায় আটমাস পর ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার । শীঘ্রই তারা কোরোনা ভাইরাস সংক্রান্ত সুরক্ষা বিধি প্রকাশ করবে । যা ধর্মীয় স্থানে আসা মানুষজনদের মেনে চলতে হবে ।

গত মার্চ মাসে মহারাষ্ট্রের ধর্মীয় স্থানগুলি বন্ধ করে দেওয়া হয় । গত সপ্তাহে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় স্থান খোলার ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । তিনি বলেন, "বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবেই এতদিন ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছে । কারণ চিকিৎসকদের মতে, ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি । মন্দির, মসজিদ সহ অন্যান্য জায়গায় ভিড় এড়ানো প্রয়োজন ।" সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, দিওয়ালির পরই খুলে যাবে স্কুল (শুধুমাত্র 9-12 শ্রেণি) । দুটি ক্ষেত্রেই রাজ্যের দেওয়া নির্দেশিকা মেনে চলতে হবে ।

বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এতদিন ধর্মীয় স্থান বন্ধ ছিল

স্ট্র্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে তিনি জানান, ধর্মীয় স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে । ধর্মীয় স্থানে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে জরিমানা করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "মানুষ আমার সমালোচনা করুক । আমি তার মুখোমুখি হওয়ার জন্য তৈরি । আমি সিনিয়র সিটিজ়েনদের জন্য চিন্তান্বিত । একজন কোরোনা আক্রান্ত মাস্ক ছাড়া বের হলে 400 জনকে সংক্রমিত করতে পারে । চিকিৎসকদের মত এমনটাই ।"

ABOUT THE AUTHOR

...view details