কলকাতা, 5 ডিসেম্বর : জাওয়াদের অর্থ উদার বা করুণাময় ৷ দিনের শেষে তার নামের প্রতি সুবিচার করল ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) ৷ ভরা ডিসেম্বরে যে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গবাসীর ঘুম উড়িয়ে দিয়েছিল তা বড়সড় কোনও ক্ষয়ক্ষতি ঘটাল না ৷ ভূভাগে আছড়ে না পড়ায় বঙ্গোপসাগরের উপরই ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি ৷ এতে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে এ যাত্রায় বেঁচে গেল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ৷ তবে শক্তি হারালেও এর প্রভাবে রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে ৷ রবিবার রাত পর্যন্ত আবহাওয়া একই থাকবে ৷
বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ মৌসম ভবনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ওড়িশার গোপালপুর থেকে 200 কিমি দূরে অবস্থান করছে এটি ৷ এরপর রবিবার সকালে উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে ঘূর্ণিঝড় ৷ দুপুর নাগাদ পুরী পৌঁছাবে ৷ তবে পুরীতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় শক্তি হারাবে ৷ এ রাজ্যের দিকে ধেয়ে আসার পথে আরও কিছুটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ (cyclone jawad likely to weaken into deep depression) ৷ তাই পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ রাজ্যবাসীকে এই সুখবর দিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস