নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এর আগে গুজরাত হাইকোর্টও (Gujarat High Court) একই রায় দিয়েছিল ৷ সোমবার সেই রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত ৷
রইস সিনেমার প্রচারে (Promoting Film Raees) 2017 সালে ভাদোদরা রেল স্টেশনে গিয়েছিলেন শাহরুখ ৷ সেখানেই বেশ কয়েকজন পদপিষ্ট হন ৷ সেই ঘটনাতেই শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা (Criminal Case) দায়ের আবেদন জমা পড়ে আদালতে ৷ 2022 সালের এপ্রিলে ওই আবেদন খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট ৷ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগী ও সিটি রবিকুমারের বেঞ্চ বহাল রাখল গুজরাত হাইকোর্টের রায়কেই ৷
যদিও এই মামলা প্রথম দায়ের হয় ভাদোদরা আদালতে ৷ সেখানে মামলা দায়ের করেন জিতেন্দ্র মধুভাই নামে এক ব্যক্তি ৷ তিনি দাবি করেন, ভাদোদরা রেল স্টেশনে প্রচার চলাকালীন টি-শার্ট ও স্মাইলি বল দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন শাহরুখ ৷ তখনই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ সেই কারণেই শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা উচিত ৷