নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর:রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরো শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড সাবস্ক্রিপশন পেল 2,069.50 কোটি টাকার ৷ বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী এই সংস্থায় কেকেআরের শেয়ারে আছে 1.71 কোটির ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে কেকেআরের শেয়ারের পরিমাণ 1.17 শতাংশ থেকে বেড়ে হল 1.42 শতাংশ ৷
শনিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি রেগুলেটরি ফাইল (কর সম্পর্কিত) ফাইল পেশ করা হয় ৷ সেখানে উল্লেখ করা হয় রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড অ্যালিজম এশিয়া হোল্ডিং (Alyssum Asia Holdings-II) থেকে 2,069.50 কোটি টাকার সাবস্ক্রিপশন পেয়েছে ৷ বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী সংস্থা কেকেআরকে ইক্যুইটি শেয়ার বাবাদ বরাদ্দ করেছে 1,71,58,752টি ৷ চলতি মাসের শুরুতেই খুচরো ব্যবসায় (রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে) 2,069.50 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল আম্বানি গোষ্ঠীর এই সংস্থার পক্ষ থেকে ৷ বলা যায় এই বিনিয়োগ 0.25 শতাংশ অতিরিক্ত স্টেক ৷ যা টাকার অঙ্কে 8.36 কোটি টাকা ৷
1976 সালে পথ চলা শুরু করে বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী সংস্থা কেকেআর ৷ চলতি বছরের 30 জুন পর্যন্ত এই সংস্থার সম্পত্তির পরিমাণ 519 মার্কিন ডলার ৷ পিছিয়ে নেই রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডও ৷ চলতি মাসের শুরুতেই কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (QIA) থেকে রিলায়েন্স রিটেল ভেঞ্চার 1 শতাংশ স্টেক পেয়েছে ৷ টাকার অঙ্কে যার মূল্য 8,278 কোটি টাকা (100 মার্কিন ডলার) ৷