পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mukesh Ambani Receives Death Threat: টাকা না পেলেই গুলি করে খুন, মুকেশ আম্বানিকে হুমকি - Reliance

ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাষ্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷ টাকা না দিলে গুলি করে খুন করা হবে বলে হুমকি বার্তা আসে তাঁর কাছে ৷ তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ৷

Etv Bharat
প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 2:19 PM IST

Updated : Oct 28, 2023, 2:28 PM IST

মুম্বই, 28 অক্টোবর: খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ 20 কোটি টাকা না দিলে তাঁকে খুন করা হবে বলে একটি মেইল বার্তা এসেছে ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবারই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ শুক্রবার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির থেকে হুমকি মেইল আসে বলে জানিয়েছে পুলিশ ৷

সূত্রের খবর, মেইল মারফত রিলায়েন্সের চেয়ারম্যানের কাছ থেকে 20 কোটি টাকা 'ডিম্যান্ড' করা হয়েছে ৷ শুধু তাই নয়, চাহিদা মতো টাকা না পেলে তাঁকে গুলি করে খুন করা হবে বলেও মেইলে হুমকি দেওয়া হয়েছে ৷ সেই মেইলের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 387 ও 506 (2) নম্বর ধারায় মুম্বইয়ের গামদেবী থানার পুলিশ অভিযোগ দায়ের করেছে ৷

অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি হুমকি মেইলে লিখেছে, "যদি আপনি 20 কোটি টাকা না দেন, তাহলে আপনাকে খুন করা হবে ৷ আমাদের কাছে ভারতের সেরা শুটার রয়েছে ৷" এই মেইল পাওয়ার পরেই মুকেশ আম্বানির সিকিউরিটি ইন-চার্জ পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগ পেয়েই তদন্তের কাজ শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: কাশ্মীরে হামসের কায়দায় হামলা চালাতে পারে পাক-জঙ্গিরা!

তবে এই প্রথম নয় ৷ এর আগেও রিলায়েন্স কর্ণধার ঘুরপথে হুমকি পেয়েছেন ৷ গত বছর দক্ষিণ মুম্বইয়ে অবস্থিতি স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে ৷ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি-ফোন পাওয়ায় তদন্তে নেমেছিল পুলিশ ৷ এরপর বিহারের দ্বারভাঙা জেলা থেকে মুম্বই পুলিশ রাকেশ কুমার মিশ্রা নামে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারও করা হয়েছিল ৷

মুম্বইয়ে এই ধরনের ঘটনা কোনও হিসেবেই নতুন নয়। সাতের দশক থেকেই শহরে গ্যাংস্টারদের উৎপাত শুরু হয়েছে। অন্য বেআইনি ব্যবসার পাশাপাশি সমাজের কেষ্টবিষ্টুদের লাগাতার হুমকি দেওয়া হয়ে আসছে। বলিউডের তারকারা হুমকি পেয়েছেন একটা সময়ে। বড় ব্যবসায়ীরাও ছাড় পাননি। নয়ের দশকে এই হুমকি ফোন আসার পরিমাণ বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তাতে কিছুটা হলেও রাশ টানতে পেরেছে পুলিশ থেকে শুরু অন্য তদন্ত সংস্থাগুলি। তবে হুমকির অস্বস্তির অতীত যে মুম্বই থেকে পুরোপুরি মুছে যায়নি তা আরও একবার প্রমাণিত হল।

আরও পড়ুন: 19 বছরেই অস্ত্র ব্যবহারে পারদর্শী, যোগেশের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের

Last Updated : Oct 28, 2023, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details