নয়াদিল্লি, 6 এপ্রিল : ‘‘দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও ৷’’ ভিডিয়ো-বার্তায় চোখে জল নিয়ে কাতরভাবে আবেদন করছে বছর পাঁচেকের একটা ছোট্ট মেয়ে ৷
তার বাবা রাকেশ কুমার মিনহাস ৷ যিনি একজন কোবরা কোমান্ডো ৷ গত শনিবার ছত্তিশগড়ে কোবরা কমান্ডোদের যে দলটি মাওবাদীদের অতর্কিত আক্রমণের মুখে পড়েছিল, সেই দলে তিনি ছিলেন ৷ ওই হানায় 22 জন জওয়ান শহিদ হন ৷ কিন্তু রাকেশের এখনও কোনও খবর নেই ৷
মনে করা হচ্ছে যে তাঁকে অপহরণ করেছে মাওবাদীরা ৷ কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত মাওবাদীদের তরফ থেকে কোনও খবর আসেনি ৷ ফলে উদ্বিগ্ন রাকেশের পরিবারের সদস্যরা ৷ আর তাঁদের সেই উদ্বেগ সামগ্রিক ভাবে ধরা পড়েছে ছোট্ট মেয়েটির গলায় ৷ কাঁদতে কাঁদতে সে যখন বলছে যে ‘‘দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও’’, তা দেখে চোখ ভিজবে যে কারও ৷
এদিকে রাকেশের স্ত্রী মিনু তাঁদের জম্মুর বাড়িতে বসে বলেন, ‘‘হামলার ঘটনা ও তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি আমরা টিভি চ্যানেল থেকেই জেনেছি ৷ সরকার বা সিআরপিএফ-এর তরফে কেউ আমাদের এই ঘটনায় বিষয়ে কিছু জানায়নি ৷’’