পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত বায়োটেকের টিকায় অনুমোদন ডিসিজিআই-এর - ভারত বায়োটেককে কোরোনা ভ্যাকসিনের অনুমোদন

সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে কোরোনা ভ্যাকসিনের নিয়ন্ত্রিত ব্যবহারের সবুজ সংকেত দিল ডিসিজিআই ।

ভারত বায়োটেকের টিকা
ভারত বায়োটেকের টিকা

By

Published : Jan 3, 2021, 11:19 AM IST

Updated : Jan 3, 2021, 2:30 PM IST

দিল্লি, 3 জানুয়ারি : অপেক্ষার অবসান । অবশেষে ভারত পেল তার প্রথম কোরোনা প্রতিষেধক । সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে কোরোনা ভ্যাকসিনের আপদকালীন নিয়ন্ত্রিত ব্যবহারের সবুজ সংকেত দিল ডিসিজিআই । আজ সাংবাদিক বৈঠকে এই কথা জানান ড্রাগস কন্ট্রোলসার জেনেরাল অফ ইন্ডিয়া ভি জি সোমানি ।

পুনের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও হায়দরাবাদের ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য অনুমোদন মিলল । ভি জি সোমানি আজ জানিয়েছেন, "কোথাও যদি এতটুকুও সংশয়ের জায়গা থাকত কোনও কিছুর ব্যবহার নিয়ে, তবে আমরা কোনও দিনই অনুমোদন দিতাম না । এই ভ্যাকসিনগুলি ব্যবহারের জন্য 100 শতাংশ নিরাপদ ।"

আরও পড়ুন : কোরোনার টিকা : কীভাবে নাম নথিভুক্ত করবেন ?

কোভিশিল্ড ও কোভ্যাকসিনের নিয়ন্ত্রিত ব্যবহারে অনুমোদন আসার পরপরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লিখেছেন, এটি প্রতিটি ভারতীয়কে গর্ববোধ করাবে । আপদকালীন ব্যবহারের জন্য যে দু'টি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে, সেই দু'টিই ভারতে তৈরি । এটিই প্রমাণ করে আমাদের বিজ্ঞানীরা আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে কতটা উৎসাহী ।

যে কোনও ভ্যাকসিনের ক্ষেত্রেই হালকা জ্বর, গা ব্যাথা এবং অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় । এগুলি খুবই স্বাভাবিক এবং এগুলি নিয়ে চিন্তিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন ভি জি সোমানি । কোভিশিল্ড এবং কোভ্যাকসিন উভয়ক্ষেত্রেই ভ্যাকসিনেরই দু'টি করে ডোজ় নিতে হবে । ভ্যাকসিনগুলিকে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মজুত করতে হবে ।

পুনের সিরাম ইনস্টিটিউট 73 হাজার স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের যাবতীয় তথ্য জমা করেছিল ডিসিজিআই-এর কাছে । এতে দেখা গেছে ভ্যাকসিন 70.42 শতাংশ কার্যকর । অন্যদিকে ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিরাপদ এবং একটি রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে কার্যকর ।

Last Updated : Jan 3, 2021, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details