গয়া, 10 মার্চ: নৃশংস হত্যাকাণ্ড গয়ায় (Gaya Murder Case)৷ পরিবারের সদস্যরা হোলি খেলতে আপত্তি জানানোয়, এক নাবালিকাকে তার বাবার সামনে গুলি করে খুন (Girl Shot Dead) করা হয়েছে বলে অভিযোগ । বুধবার সকালে বিহারের গয়া জেলার পঞ্চানপুর ওপি এলাকার টেপা গ্রামে ঘটনাটি ঘটেছে ।
রং না খেলায় গুলি: জনৈক মিথিলেশ প্রসাদের বাড়িতে এসে তাঁকে রং খেলার জন্য পীড়াপীড়ি করছিলেন কয়েকজন ৷ কিন্তু মিথিলেশ রঙ খেলতে চাননি ৷ এরপরই এক কথায় দু কথায় তাঁকে গালিগালাজ করতে শুরু করেন লোকজন ৷ ঝামেলা গড়ায় হাতাহাতিতে ৷ পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হতে থাকে ৷ সেই সময় একজন বন্দুক বের করে মিথিলেশকে লক্ষ্য করে গুলি চালায় । বুলেটটি মিথিলেশের গায়ে না লেগে তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা তাঁর নাবালিকা কন্যাকে বিদ্ধ করে । ঘটনাস্থলেই সেই কিশোরীর মৃত্যু হয় । এরপরই এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷
অভিযুক্ত 9 জনের একজন গ্রেফতার: পঞ্চানপুর ওপিতে মিথিলেশ প্রসাদ এফআইআর দায়ের করেন ৷ সেখানে ছয়জনের নাম উল্লেখ করেন তিনি ৷ অভিযুক্তের তালিকায় ছিলেন তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিও ৷ পঞ্চানপুর ওপির পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ৷ গয়ার এসএসপি আশিস ভারতী এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।