জবলপুর, 16 জানুয়ারি: বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ ভাবে পালন না করা এবং শারীরিক ঘনিষ্ঠতা অস্বীকার করা মানসিক নিষ্ঠুরতার সমান ৷ এই কারণ বিবাহবিচ্ছেদের বৈধ ভিত্তি ৷ এমনই মত মধ্যপ্রদেশ হাইকোর্টের ৷ আদালত স্পষ্ট জানিয়েছে, স্ত্রী সহবাসে সম্মত না হলে, সেই কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদ পেতে পারেন স্বামী ৷
বিচারপতি শীল নাগু এবং বিনয় শরাফের ডিভিশন বেঞ্চ 3 জানুয়ারি এক ব্যক্তির বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে ৷ ওই ব্যক্তির স্ত্রী বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ ভাবে পালন করেননি এবং 2006 সালে তাঁদের বিয়ের পর থেকে শারীরিক সম্পর্ক স্থাপনেও অস্বীকার করেছিলেন, এই যুক্তিতে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় ৷ হাইকোর্ট তার নির্দেশে বলেছে, "বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ রূপে পালন না করা এবং শারীরিক ঘনিষ্ঠতা অস্বীকার করা মানসিক নিষ্ঠুরতার সমান ৷"
ওই ব্যক্তির দায়ের করা আপিল অনুসারে, তিনি জুলাই 2006 সালে ওই মহিলাকে বিয়ে করেন । তবে, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে তাঁর স্ত্রী অস্বীকার করেছিলেন বলে অভিযোগ ৷ ওই মহিলার দাবি ছিল যে, তাঁকে জোর করে বিয়ে করা হয়েছে । মহিলাটি নাকি তাঁর স্বামীকে জানিয়েছিলেন যে, তিনি অন্য কারওকে ভালোবাসেন ৷ তাঁকে তাঁর প্রেমিকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য স্বামীর কাছে অনুরোধ করেছিলেন ওই মহিলা ৷