মুম্বই, 18 জুন : কোভিড (COVID-19) বহু মানুষের দুর্ভোগ ডেকে এনেছে ৷ বদলে দিয়েছে জীবন-জীবিকা ৷ প্রাণে তো মেরেছেই, ভাতেও মেরেছে এই মারণ ভাইরাস ৷ গরিব ও পিছিয়ে পড়া মানুষদের পাশাপাশি পকেটে টান পড়েছে মধ্যবিত্তদেরও ৷ তবে কোভিডের সবচেয়ে খারাপ প্রভাব এসে পড়েছে শরণার্থীদের (Refugees in India) উপর ৷ কারণ সরকারের কোনও সমাজকল্যাণমূলক প্রকল্প বা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা তাঁদের কাছে পৌঁছয়নি ৷ তাই সম্পূর্ণরূপে বিপর্যস্ত অন্তত দু লাখ শরণার্থী ৷ অধিকার সংক্রান্ত একটি আন্তর্জাতিক দলের গবেষণায় এই তথ্য উঠে এসেছে ৷
তাদের প্রকাশিত ‘একসঙ্গে আমরা পারব: দেশছাড়াদের উপর কোভিড-19-এর প্রভাব ও পরিবর্তনের পথনির্দেশিকা’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ‘‘ভারতের দেশছাড়ারা সরকারের দেওয়া আর্থিক ত্রাণ প্যাকেজ পাননি...তাঁদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নাগরিকত্বের প্রমাণ নেই ৷’’
আরও পড়ুন:দেশে করোনা পরিস্থিতিতে স্বস্তি, কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
দেশছাড়াদের নিয়ে গঠিত ইউরোপের প্রতিষ্ঠান ভারত-সহ 13টি দেশে বসবাসকারী শরণার্থী ও দেশছাড়াদের উপর অতিমারির প্রভাব নিয়ে গবেষণা চালিয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, ‘‘কোভিড 19 অতিমারি ও তার জন্য রাষ্ট্রগুলির নেওয়া পদক্ষেপের খুবই নেতিবাচক প্রভাব পড়েছে প্রায় দেড় কোটি শরণার্থীর জীবন, কল্যাণ ও অধিকারের উপর ৷ রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া ও অন্যান্য দেশের কথা ৷