পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

হিমালয়, কারাকোরাম এবং হিন্দুকুশের হিমবাহগুলি গলে যাওয়া রোধ করতে একটি গবেষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷ যেখানে বলা হয়েছে, বিশ্ব ব্যাঙ্ক বাতাস থেকে কার্বন কণার পরিমাণ কমানোর যে নতুন নীতি গ্রহণ করেছে, তা সঠিকভাবে বিশ্বের প্রতিটি দেশে প্রয়োগ করতে হবে ৷ তবেই হিমবাহের গলে যাওয়ার হার 50 শতাংশ কমিয়ে ফেলা সম্ভব হবে ৷

By

Published : Jun 4, 2021, 3:53 PM IST

reducing-carbon-particles-in-the-air-can-prevent-glaciers-melting-says-world-bank
বাতাসে কার্বন কণার কমালে হিমবাহের গলে যাওয়া রোধ করা সম্ভব : বিশ্ব ব্যাংক

নয়াদিল্লি, 4 জুন : মানুষের দ্বারা সৃষ্টি কার্বন কণার ফলে যে দূষণ হচ্ছে, তাতে হিমালয়ের হিমবাহগুলি ধীরে ধীরে গলে যাচ্ছে ৷ ফলে তুষারধসের মতো ঘটনা ঘটছে ৷ হিমবাহের গলে যাওয়া বা তুষারধস একধাপে অনেকটাই কমানো সম্ভব বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের বিশেষজ্ঞরা ৷ তাঁদের একটি গবেষণায় দেখা গিয়েছে, কার্বন কণার পরিমাণ কমাতে বিশ্ব ব্যাঙ্ক নেওয়া সম্ভাব্য নীতির মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে হিমবাহের এই গলে যাওয়া 50 শতাংশ কমিয়ে ফেলা যেতে পারে ৷ ওই গবেষণাপত্রটির নাম দেওয়া হয়েছে, ‘হিমালয়ের হিমবাহ, আবহাওয়ার পরিবর্তন, কার্বন কণা এবং আঞ্চলিক স্থিতাবস্থা’ ৷

প্রসঙ্গত, বিশ্ব ব্যাঙ্ক সম্প্রতি একটি গবেষণা করেছিল ৷ হিমালয়, কারাকোরাম এবং হিন্দুকুশের হিমবাহগুলি বিশ্বের গড় বরফের থেকে বেশি দ্রুত গলে যাচ্ছে ৷ ওই গবেষণায় বলা হয়েছে, প্রতিবছর হিন্দুকুশ পর্বতমালার পশ্চিম দিক থেকে 0.3 মিটার করে হিমবাহের ক্ষয় হচ্ছে ৷ সেখানে পূর্ব দিকে প্রায় 1 মিটার করে হিমবাহ ক্ষয় হচ্ছে ৷ আর এর পিছনের আরও বড় ভূমিকা নিয়েছে কার্বন কণার ফলে আবহাওয়া পরিবর্তন ৷

আরও পড়ুন : উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ভাঙল ধৌলিগঙ্গার বাঁধ

এই কার্বন কণার এই বৃদ্ধি অনেকাংশেই কম করা যেতে পারে ৷ বিশ্ব ব্যাঙ্ক এর জন্য যে নয়া নীতি নিয়েছে, তা সঠিকভাবে প্রয়োগ করলে প্রায় 23 শতাংশ কার্বন কণার পরিমাণ বাতাস কমিয়ে ফেলা সম্ভব হবে ৷ তবে, এই সুবিধা পেতে হলে বিশ্ব ব্যাঙ্কের এই নীতিকে লাগু করতে হবে এবং আঞ্চলিকভাবে একে প্রয়োগ করতে হবে সবক’টি দেশে ৷ তবেই এর সুফল পাওয়া সম্ভব হবে বলে বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় উল্লেখ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details