কোটা, 5 সেপ্টেম্বর: বাড়ছে আত্মহত্যার ঘটনা ৷ সেই কারণে কোটার কোচিং ইনস্টিটিউটে পড়ার সময় কমিয়ে পড়ুয়াদের দৈনন্দিন রুটিনকে কিছুটা আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ হালকা মেজাজে করা যায় এমন সমস্ত কাজ পড়ুয়াদের রুটিনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে ৷ জানা গিয়েছে, সমাজের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের তৈরি এই কমিটির সদস্যরা সোমবার প্রায় 8 ঘণ্টা ধরে দীর্ঘ বৈঠক করেন ৷ সেখানেই এই ধরনের বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সোমবার কোটা জেলা কালেক্টর ওপি বাঙ্কার এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানান, কোটায় কোচিং নিতে আসা পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা বন্ধ করার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছিল ৷ বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধির সঙ্গে রাজ্যস্তরের কমিটির ম্যারাথন বৈঠকের পর কয়েকটি সুপারিশ করা হয়েছে ৷
প্রধান সচিব (উচ্চ ও কারিগরি শিক্ষা) ভবানি সিং দেথার নেতৃত্বে কমিটি গঠনের পর প্রথম বৈঠক হয় সকাল সাড়ে 10টা থেকে 7টা পর্যন্ত ৷ 8 ঘণ্টারও বেশি সময় ধরে পাঁচটি সেশনে পরিচালিত ম্যারাথন বৈঠকের সময় স্টেকহোল্ডারদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল ৷ সেখানেই উপরোক্ত সুপারিশগুলি জানানো হয় ৷ এখানে কোচিং ক্লাস নেওয়া NEET ও JEE পরীক্ষার্থীদের আত্মহত্যার বৃদ্ধির ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী অশোক গেহলট অগস্ট মাসে এই ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেন ৷
বৈঠকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে রাজ্যস্তরের কমিটি একটি রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন বাঙ্কার ৷ কোচিং ইনস্টিটিউটের ফি কমানোর বিষয়ে কালেক্টরের বক্তব্য, "এই বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না ৷ কারণ এটি সরাসরি ছাত্র ও প্রতিষ্ঠানের মধ্যেকার বিষয় ছিল।"