পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

29টি শূন্যপদে কর্মী নিয়োগ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের - ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশ

29টি স্থায়ী পদে নিয়োগ করতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন । আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি ।

Recruitment of Union Public Service Commission
কর্মী নিয়োগ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের

By

Published : Dec 28, 2020, 9:01 AM IST

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 29টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.upsconline.nic.in-এ আবেদেন করতে পারবেন । আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি ।

এক নজরে শূন্যপদগুলি

1. জুনিয়র সায়েন্টিফিক অফিসার- 1টি

2. ডিরেক্টর(কনজ়ারভেশন) - 1টি

3. ডেপুটি সুপারিনটেন্ডিং আরকিওলজিক্যাল ইঞ্জিনিয়র - 3টি

4. অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল এম্ব্রিওলজিস্ট - 1টি

5. ডায়ালিসিস মেডিক্যাল অফিসার - 5টি

6. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর - 13টি

7. ইঞ্জিনিয়র ও শিপ সার্ভেয়র-কাম-ডেপুটি ডিরেক্টর জেনেরাল - 5টি

বেতন কাঠামো - 20,000 থেকে 80,000 টাকা ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details