ম্যানেজার এবং জুনিয়র এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করতে চলেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(AAI) । মোট 268 শূন্যপদে অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে AAI । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা AAI-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.aai.aero-এ অনলাইনে আবেদন করতে পারবেন । 15 ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন । আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি ।
1. ম্যানেজার(টেকনিকাল ও ফায়ার সার্ভিসেস)
শূন্য়পদ : 13টি
শিক্ষাগত যোগ্যতা : ফায়ার / মেকানিকাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech. ।
অভিজ্ঞতা : ন্যূনতম পাঁচ বছর ।
বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 32 বছরের বেশি হওয়া চলবে না ।
বেতন কাঠামো : 60,000 থেকে 1,80,000 টাকা ।
2. জুনিয়র এগজ়িকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল)
শূন্য়পদ : 264টি
শিক্ষাগত যোগ্যতা : ফিজ়িক্স ও ম্যাথমেটিক্সসহ B.Sc./B.E. ।
বয়সসীমা : 30.11.2020 পর্যন্ত 27 বছরের বেশি হওয়া চলবে না ।
বেতন কাঠামো : 40,000 থেকে 1,40,000 টাকা ।