13টি মেডিকেল অফিসার পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরশন লিমিটেড(WBPDCL) । পশ্চিমবঙ্গের বিভিন্ন পাওয়ার স্টেশনে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত জায়গায় ও সময়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।
মেডিকেল অফিসার
শূন্য পদ : 13টি (অসংরক্ষিত 2টি, SC 1টি, ST 3টি, OBC 7টি)
শিক্ষাগত যোগ্যতা : MBBS ডিগ্রি ।
বয়সসীমা : 1.11.2020 পর্যন্ত 36 বছরের ঊধর্বে নয় ।
বেতন কাঠামো : প্রতি মাসে 56,100 টাকা থেকে 1,60,500 টাকা ।