পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ - কোভিড-19

কোভ্য়াকসিনের মেডিক্য়াল ট্রায়ালের জন্য 6 থেকে 12 বয়সী স্বেচ্ছাসেবকদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার থেকে ৷ এইমসের তরফে তাদের বাছাই করা হবে ৷ একথা জানিয়েছেন এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের (Centre for Community Medicine) অধ্যাপক ডা. সঞ্জয় রাই ৷

Recruitment for clinical trial of Covaxin in 6-12 age group to start at AIIMS from Tuesday
কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ

By

Published : Jun 14, 2021, 8:53 PM IST

নয়াদিল্লি, 14 জুন :6 থেকে 12 বছর বয়সীদের শরীরে কোভিড টিকা (COVID-19 vaccine) কোভ্য়াকসিনের (Covaxin) প্রভাব জানতে শুরু হবে ট্রায়াল ৷ তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে দিল্লির এইমস কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে সেই প্রক্রিয়া ৷ ঘোষণা মাফিক, এরপরই শুরু করা হবে 2 থেকে 6 বছর বয়সী শিশুদের উপর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্য়াকসিনের মেডিক্য়াল ট্রায়াল ৷

এইমস (All India Institute of Medical Sciences) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই 12 থেকে 18 বছর বয়সী স্বেচ্ছাসেবকদের নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ সেই স্বেচ্ছাসেবকদের সকলকে কোভ্য়াকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷

এই প্রসঙ্গে এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের (Centre for Community Medicine) অধ্যাপক ডা. সঞ্জয় রাই বলেন, ‘‘মঙ্গলবার থেকেই 6 থেকে 12 বছরের স্বেচ্ছাসেবকদের নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ৷’’ ডা. রাই জানান, এই স্বেচ্ছাসেবকদের সকলের উপরেই কোভ্য়াকসিনের মেডিক্যাল ট্রায়াল চালানো হবে ৷

আরও পড়ুন :নাগপুরে 12-18 বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

প্রসঙ্গত, ডিসিজিআই (Drugs Controller General of India)-এর তরফে ইতিমধ্যেই 2 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্য়াকসিনের দুই থেকে তিন দফার ট্রায়ালের উপর ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ গত 12 মে ডিসিজিআই-এর কাছ থেকে ছাড়পত্র আদায় করে নিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷

সূত্রের খবর, মোট তিনটি পর্যায়ে কোভিড টিকার এই মেডিক্য়াল ট্রায়াল সম্পন্ন করা হবে ৷ প্রথমে 12 থেকে 18 বছর, তারপর 6 থেকে 12 বছর এবং সব শেষে 2 থেকে 6 বছরের স্বেচ্ছাসেবকদের উপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে ৷ প্রত্য়েকটি ক্ষেত্রেই মোট 175 জন স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে ৷ টিকার প্রথম ডোজ দেওয়ার সর্বোচ্চ 28 দিনের মধ্যে দেওয়া হবে দ্বিতীয় ডোজ ৷

আরও পড়ুন :কোভ্যাকসিনের বায়োলজিকস লাইসেন্স অ্যাপলিকেশন চাইল মার্কিন সংস্থা এফডিএ

প্রসঙ্গত, বিদেশি প্রযুক্তিতে তৈরি কোভিশিল্ডের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্য়াকসিনও করোনা মোকাবিলায় (18 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে) ভারতে ব্য়বহার করা হচ্ছে ৷ আইসিএমআর (Indian Council of Medical Research)-এর সঙ্গে সহযোগিতায় এই টিকা তৈরি করেছে ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷ সূত্রের দাবি, নাবালক স্বেচ্ছাসেবকদের সুরক্ষা সুনিশ্চিত করেই তাদের উপর কোভ্য়াকসিন প্রয়োগ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details