সিমলা, 21 অগস্ট: সিমলায় ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত 17টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ রবিবার রাতে প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ মুখ্যসচিব প্রবোধ সাক্সেনা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, একটি পরিবারের দুই সদস্যের মৃতদেহ এখনও উদ্ধার করা বাকি রয়েছে ৷
এই প্রসঙ্গে তিনি বলেন, "শিবমন্দিরে উদ্ধারের কাজ চলছে ৷ এখনও পর্যন্ত 17টি দেহ উদ্ধার করা হয়েছে ৷ 7 সদস্যের একটি পরিবারের দুটি দেহ উদ্ধার করা এখনও বাকি রয়েছে ৷ মনে করা হচ্ছে এছাড়া আরও তিনটি দেহ রয়েছে ৷ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ আমি মনে করি 2-3 দিনের মধ্যে তারা বাকি দেহগুলি উদ্ধার করা যাবে ৷"
তিনি আরও বলেন, "আশা করছি আগামী 3-4 দিনের মধ্যে কুল্লুতে আপেল বহনকারী ভারী যান চলাচল শুরু হবে ৷ কুল্লু থেকে আপেল আনার উপর জোর দেওয়া হচ্ছে ৷ বহু বছর ধরে অব্যবহৃত কুল্লুর বিবিএমবি রাস্তা গত 2 দিনে মেরামত করা হয়েছে ৷ এখন জাতীয় সড়কের অন্য অংশে কাজ চলছে ৷"