নয়াদিল্লি ,30 জুলাই : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) শুক্রবার দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করেছে ৷ যেখানে পাশের হার এবছর রেকর্ড । 99.37 শতাংশ ছেলেমেয়ে এ বছর পাশ করেছে। মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় 0.54 শতাংশ বেশি। আগের বারের তুলনায় এ বছর 10 শতাংশ বেশি ছেলেমেয়ে পাশ করেছে। মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার গত বছর 6 শতাংশ কম ছিল।
করোনা প্যানডেমিকের কারণে এবছর বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একটি আলাদা অ্যাসেসমেন্ট পদ্ধতির মাধ্যমে দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা করা হবে এবং তাই করা হয়েছে ৷
বোর্ডের তরফ থেকে 13 সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষার 30 শতাংশ নম্বর একাদশ শ্রেণির পরীক্ষার 30 শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, অনলাইন অ্যাসেসমেন্টের 40 শতাংশ নম্বর নিয়ে রেজাল্ট তৈরি করা হবে ৷
আরও পড়ুন : CBSE RESULT : CBSE (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফল বেরোল, 65 হাজার পড়ুয়ার রেজাল্ট আটকে
সুষ্ঠুভাবে এবং নির্দিষ্ট সময়সীমায় শিক্ষকদের এই দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছিল। স্কুলের সুবিধার্থে এবং তাদের ফলাফল সংকলন ও পরিমার্জন করতে এবং তাদের পক্ষ থেকে কোনও অনিচ্ছাকৃত ত্রুটি কমাতে, সিবিএসইর আইটি টিম তৈরি করা হয়েছিল। এমনটাই জানিয়েছেন এক্সামিনেশনের কন্ট্রোলার সন্যম ভরদ্বাজ।