পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Record Jabs On Modi's Birthday: মোদির জন্মদিনে দেশে 2 কোটির রেকর্ড টিকাকরণ - মনসুখ মাণ্ডব্য

একদিনে দেশে 2 কোটিরও বেশি টিকাকরণ (Covid Vaccination) হল ৷ রেকর্ড টিকাকরণ (Record 2 Crore Jabs) করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi Birthday) জন্মদিনের উপহার দিয়েছে কেন্দ্র সরকার ৷

Record 2 Crore Jabs, Government Aims At Birthday "Gift" For PM Narendra Modi
মোদিকে জন্মদিনের উপহার, দেশে 2 কোটির রেকর্ড টিকাকরণ

By

Published : Sep 17, 2021, 6:54 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi Birthday) জন্মদিনের উপহার দিল কেন্দ্রীয় সরকার ৷ একদিনে দেশজুড়ে 2 কোটিরও (Record 2 Crore Jabs) বেশি মানুষের কোভিড টিকাকরণ (Covid Vaccination) হল ৷ এমন ঘটনা এই প্রথম ৷ এ দিন আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে ৷

দুপুরেই পেরিয়ে গিয়েছে এক কোটির সীমা ৷ এরপরই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা টুইট করে আরও বেশি সংখ্যক টিকাকরণের আর্জি জানিয়ে মানুষের কাছে আবেদন করেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বেলা 1.30টা পর্যন্ত দেশে এক কোটি টিকাকরণ হয়ে গিয়েছে ৷ এটা এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম ৷ আমরা আরও সামনের দিকে এগোচ্ছি ৷ আমার বিশ্বাস, আজ আমরা টিকাকরণের নয়া রেকর্ড গঠন করব এবং সেটিকে জন্মদিনের উপহার হিসেবে দেব প্রধানমন্ত্রীকে ৷" এই টুইটের সঙ্গে ভ্যাকসিনসেবা ও হ্যাপিবার্থডেমোদিজি হ্যাশট্যাগও দেন স্বাস্থ্যমন্ত্রী ৷

মোদির জন্মদিনে দেশে 2 কোটির রেকর্ড টিকাকরণ

আরও পড়ুন:PM Narendra Modi's Birthday : মোদির 71তম জন্মদিনে বিজেপির 'সেবা ও সমর্পণ', শুভেচ্ছা কোবিন্দের

শীর্ষ এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, আজ প্রতি মিনিটে প্রায় 42,000 এবং প্রতি সেকেন্ডে 700 মানুষের টিকাকরণ হয়েছে ৷ এটা ধরা পড়েছে সরকারি ট্র্যাকারে ৷ সরকারি একটি সূত্রের দাবি, যে রাজ্যগুলিতে আগামী বছর নির্বাচন রয়েছে, সেখানে 100 শতাংশ মানুষকে প্রথম ডোজ দিয়ে দেওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ৷

আরও পড়ুন:Shorts Controversy : শর্টস পরে পরীক্ষাকেন্দ্রে, পর্দায় ছাত্রীর পা ঢেকে পরীক্ষা দেওয়ালেন পরীক্ষক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিনের সেলিব্রেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে টিকাকরণে ৷ সেই টার্গেট পূরণের জন্য আজ সবচেয়ে বেশি সংখ্যক যাতে টিকাকরণ হয়, সে জন্য স্বাস্থ্যকর্মীদের তৈরি রেখেছিল বিজেপি ৷ সাম্প্রতিক কালে দেশে একদিনে এক কোটির উপরে টিকাকরণের ঘটনা খুব কমই ঘটেছে ৷ গেরুয়া শিবিরের দাবি, মোদির জন্মদিনটি যাতে টিকাকরণের রেকর্ড হিসেবে ইতিহাসের পাতায় থেকে যায়, সেই প্রচেষ্টাই করেছে দল ৷

আরও পড়ুন:Corona update India : ফের দৈনিক করোনা সংক্রমণ বেড়ে 34 হাজারে, কমেছে মৃতের সংখ্যা

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিন ৷ আর এই দিনটিকে ঐতিহাসিক গুরুত্ব দিতে আজ সবচেয়ে বেশি সংখ্যায় কোভিড-19 টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় ৷ সেই সঙ্গে 21 দিনের 'সেবা আর সমর্পণ' (Seva and Samarpan) নামক প্রচার শুরু করেছে বিজেপি ৷

ABOUT THE AUTHOR

...view details