কলকাতা, 6 মে :সম্প্রতি বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি প্রদান করেছে ইউনেস্কো ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরের দ্বিতীয় দিনে শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই স্বীকৃতি প্রাপ্তির উদযাপনে আয়োজিত কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে এসে বলেন, "পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান শুধু বাংলার নয়, সারা দেশের সম্মান (Recognition of Durga Puja by UNESCO is the honour of whole India says Amit Shah)৷ 2021 সালে দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ৷ আমাদের দেশের সংস্কৃতি চিরন্তন । তা কেউ বিনষ্ট করতে পারবে না । সারা বিশ্ব আমাদের সংস্কৃতির কদর করে । দুর্গাপুজো নারীশক্তির পুজো । দুর্গাপুজোকে স্বীকৃতি ভারতের গর্বের বিষয় ।"
আরও পড়ুন :Mamata Banerjee : দুর্গাপুজােকে ইউনেস্কোর স্বীকৃতির পিছনে কেন্দ্রের অবদান জিরো, কটাক্ষ মমতার
গত বছর ইউনেস্কোর আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কলকাতার দুর্গাপুজো জায়গা পেয়েছে ৷ শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে তারাই উৎযাপন অনুষ্ঠান হয় ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও বিজেপি নেতৃত্ব । এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ।
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না-জানানোয় প্রথম থেকেই বিতর্ক শুরু হয় ৷ শুধু মুখ্যমন্ত্রীই নন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কোনও শিল্পী ও দুর্গাপুজো কমিটিকেও ৷ যদিও এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে একহাত নিয়ে জানান, দুর্গাপুজোর এই বিশ্ব স্বীকৃতি পাওয়ার পিছনে কেন্দ্রের কোনও অবদানই নেই ৷ যা হয়েছে সবটাই রাজ্যের চেষ্টায় ৷ পাবলিসিটি পাওয়ার জন্য বিজেপি শুধু এরকম করছে ৷
আরও পড়ুন :UNESCO Durga Puja: দুর্গাপুজোর স্বীকৃতির অনুষ্ঠানে মমতার মতোই আমন্ত্রণ পেল না শিল্পী-কমিটিগুলি