পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Reckless Driving: বেপরোয়া ট্রাক চালক ! অন্য একটি গাড়িকে টেনে নিয়ে গেল 2 কিমি - বেপরোয়া ট্রাক চালক গাড়িকে টেনে নিয়ে গেল 2 কিমি

অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে প্রায় 2 কিলোমিটার নিয়ে গেলেন বেপরোয়া ট্রাক ড্রাইভার (Reckless Driving) ৷ তবে কেউ আহত হয়নি।

Reckless Driving
বেপরোয়া ট্রাক চালক

By

Published : Feb 13, 2023, 7:55 PM IST

বেপরোয়া ট্রাক চালক

মেরঠ(উত্তরপ্রদেশ), 13 ফেব্রুয়ারি:হলিউড সিনেমা 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ছবির দৃশ্যের দেখা মিলল মেরঠে ! এই ছবির দৃশ্যের মতো এক ট্রাক চালক অন্য একটি গাড়িকে প্রায় 2 কিলোমিটার সামনে টেনে নিয়ে গেল (Truck drags car on Meerut street two kilometers) । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের মেরঠের পারতাপুর এলাকায় ৷ তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ৷

একটি ভিডিয়োতে ধরা পড়েছে এই ঘটনা ৷ যেখানে দেখা যাচ্ছে, ট্রাক চালককে সতর্ক করছে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন ৷ তাতেও হুশ ফেরেনি গাড়ি চালকের । এরপরই একটি ডাম্পারকে ধাক্কা দিয়ে ট্রাকটি থামে । গাড়িকে টেনে নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেদের চিৎকারের আওয়াজে গভীর রাতের নীরবতা ভেঙে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গাড়িটিকে টেনে অনেকটা নিয়ে যাওয়ায় ফলে সব টায়ার চ্যাপ্টা হয়ে যায় । এ বিষয়ে পরতাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ ট্রাকটি আটক করেছে । তবে চালক পলাতক ।

প্রত্যক্ষদর্শী মনীশ কুমার বলেন, "আমি একটি ট্রাককে বেশ কয়েকটি গাড়িকে টেনে নিয়ে আসতে দেখেছি । সেটিকে চেঁচামেচি করেও থামানো যায়নি ।" গাড়িতে থাকা একজন আরোহী রাজেশ বলেন, "গাড়িটিকে অন্তত দুই কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়েছিল । কোনওরকমে আমি গাড়ি থেকে নেমে এসেছি । আমরা এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি । ট্রাকটি আটক করা হয়েছে ।"

জানা গিয়েছে, গাড়ির মালিক-সহ চার যাত্রীই সুরক্ষিত রয়েছেন । ঘটনার সময়ই গাড়ির মালিক-সহ বাকিরা গাড়ি থেকে নেমে পড়েন ৷ গাড়ির মালিক অনিল জানান, রিথানি ট্রাফিক মোড়ে ইউ-টার্ন নেওয়ার সময় ট্রাকটি তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় । ট্রাক চালক দুই থেকে তিনটি অন্য গাড়িকে ধাক্কা দেয় ৷ তার পর মোড়ে অনিলের গাড়িকে ধাক্কা দেয় । অনিল জানান, ট্রাক চালক কারও কথা শুনছিলেন না ।

অনিল বলেন, "এমনকী আমিও বৃথা চেষ্টা করি ৷ তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি শোনেনি । ট্রাক চালক ধাক্কা দিয়ে টেনে নিয়ে যেতে থাকেন গাড়িটিকে । আমার গাড়িতে থাকা তিনজন সহযাত্রী নিজেদের বাঁচাতে কোনওরকমে গাড়ি থেকে লাফিয়ে পড়ে । অবশেষে একটি ডাম্পারকে ধাক্কা দিয়ে ট্রাকটি থামে।"

আরও পড়ুন:হস্টেলের 7 তলা থেকে ঝাঁপ ছাত্রের, পুলিশের অনুমান আত্মহত্যা

ABOUT THE AUTHOR

...view details