পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Crisis : একনাথই তাঁদের নেতা, গুয়াহাটির হোটেলে হাত তুলে জানালেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা

শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ষীয়ান শিবসেনা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra Political Crisis) ৷

Eknath Shinde
শিবসেনার বিদ্রোহী বিধায়ক

By

Published : Jun 23, 2022, 10:31 PM IST

মুম্বই/গুয়াহাটি: একনাথ শিন্ডেই তাঁদের নেতা ৷ বৃহস্পতিবার গুয়াহাটির হোটেলে হাত তুলে সম্মতি দিয়ে একথাই জানিয়ে দিলেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা ৷ এই তালিকায় আছেন বেশকিছু নির্দল বিধায়কও (Rebel Shiv Sena MLAs unanimously chose Eknath Shinde their leader in Guwahati) ৷

এর আগে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দলের বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্য সমঝোতার বার্তা দিয়েছিলেন ৷ বলেছিলেন, "আলোচনার দরজা খোলা রয়েছে ৷ আলোচনার মাধ্যমেই সমাধান বের হয় ৷ আসুন দাসত্ব না করে, আত্মসম্মান নিয়ে আমরা আলোচনায় বসি ৷ " বিদ্রোহী বিধায়কদের মুম্বইয়ে এসে উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন :মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

একনাথই তাঁদের নেতা, গুয়াহাটির হোটেলে হাত তুলে জানালেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা

উল্লেখ্য, শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ষীয়ান শিবসেনা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে ৷ কমপক্ষে 35 জন দলীয় বিধায়ককে নিয়ে তিনি প্রথমে গুজরাত ও পরে অসমে চলে যান ৷ তাঁর সঙ্গে সমর্থন রয়েছে একাধিক নির্দল বিধায়কেরও ৷ বিদ্রোহী শিবিরের দাবি তাদের সঙ্গে 42 জন বিধায়কের সমর্থন আছে ৷ পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে যে কোনও সময় পদত্যাগ করতে পারেন উদ্ধব ৷ সেক্ষেত্রে মহারাষ্ট্রে বিরোধী জোট সরকারের পতন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যেই দলীয় বিধায়করা চাইলে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি বলেও জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details