আজমগড়, 9 নভেম্বর: 'কাগজ' সিনেমার কথা মনে আছে ? যেখানে এক জীবিত খাতায়-কলমে মৃত ৷ আর নিজেকে জীবিত প্রমাণ করতে গিয়ে তিনি হিমশিম খেয়ে গিয়েছিলেন ৷ সেই কাহিনির আসল নায়ক লাল বিহারী ৷ তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী ৷ সেই জীবন্মৃতদের নায়ক লাল বিহারী আবারও খবরের শিরোনামে ৷
এবার কারণ একে-47 রাইফেল ৷ তিনি জীবন্মৃত অর্থাৎ জীবিত কিন্তু খাতায় কলমে মৃতদের জন্য বন্দুক চেয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে চিঠি লিখলেন ৷ যাতে জীবিত কিন্তু মৃতরা তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখতে পারে ৷
লাল বিহারী উত্তরপ্রদেশের আজমগড়ে থাকেন ৷ তিনিই মৃতক সংঘের প্রতিষ্ঠাতা ৷ 18 বছর ধরে খাতায়-কলমে মৃত ছিলেন ৷ 1995 সালে নিজামাবাদ তেহসিলের খলিলাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন লাল বিহারী ৷ তাঁর বাবার মৃত্যুর পরেই তাঁর জীবনে অন্ধকার নেমে আসে ৷ গ্রামপ্রধান, তেহসিলের অন্য আধিকারিকরা লাল বিহারীকে মৃত ঘোষণা করে তাঁর প্রাপ্য সম্পত্তি তাঁর নাবালক ভাইদের নামে করে দেয় ৷
এরপর 18 বছর ধরে সরকারি খাতায় নিজেকে জীবিত প্রমাণ করার লড়াই চালিয়ে যান লালবিহারী ৷ 1994 সালের 30 জুন জেলার প্রশাসনিক আধিকারিক লাল বিহারীকে সরকারি রেকর্ডে জীবিত ঘোষণা করে ৷ এমনকী তিনি যে বেঁচে রয়েছেন, তা প্রমাণ করতে লাল বিহারী লোকসভা এবং বিধানসভা নির্বাচনও লড়েছেন ৷