নয়াদিল্লি, 12 অক্টোবর: ভারতে প্রতিবছর ক্যানসারের (Cancer Cases in India) যে রিপোর্ট নথিভুক্ত হয়, তার থেকে প্রায় 1.5 থেকে 3 গুণ বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হন (Real Cancer Cases in Reality Three Times Higher) ৷ এমনই তথ্য সামনে এসেছে এফআইসিসিআই এবং ইওয়াই নামে দু’টি সংস্থার গবেষণায় ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, 51 শতাংশের বেশি রোগীর ক্ষেত্রে ক্যানসার ধরা পড়তে এক সপ্তাহ সময় লাগে ৷ সেখানেই 46 শতাংশ মানুষ প্রাথমিক রিপোর্ট ও চিকিৎসার উপর বিশ্বাসের অভাবে দ্বিতীয় কোনও চিকিৎসকের মতামত গ্রহণ করেন ৷ মঙ্গলবার প্রকাশিত সেই গবেষণার রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷
এফআইসিসিআই এবং ইওয়াই এর করা ওই গবেষণার নাম রাখা হয়েছিল, ‘কল ফর অ্যাকশন: মেকিং কোয়ালিটি ক্যানসার কেয়ার মোর অ্যাকসিসেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ইন ইন্ডিয়া’ ৷ এই গবেষণাপত্র বলা হয়েছে, নথিভুক্ত সংখ্যা অনুযাযী ভারতে প্রতি বছর প্রায় 19 থেকে 20 লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ৷ বাস্তবে সংখ্যাটা আরও অনেক বেশি ৷ নথিভুক্ত হওয়া রিপোর্টের থেকে প্রায় দেড় থেকে তিন গুণ বেশি মানুষ ভারতে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ৷