নয়াদিল্লি, 15 নভেম্বর :দূষণ নিয়ন্ত্রণে আনতে তারা রাজধানীতে লকডাউন করতেও রাজি ৷ সুপ্রিম কোর্টকে (Supreme Court) এমনটাই জানিয়েছে দিল্লি সরকার (Delhi Government) ৷ একইসঙ্গে, আদালতের কাছে দিল্লি লাগোয়া এলাকা (NCR) এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও লকডাউন কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ দিল্লি সরকারের বক্তব্য, শুধুমাত্র রাজধানীতে লকডাউন কার্যকর করা হলে তার সুফল মিলবে না ৷ সেই কারণেই পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও লকডাউনের প্রস্তাব দিয়েছে তারা ৷
আরও পড়ুন :Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান
এই প্রসঙ্গে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছে দিল্লি সরকার ৷ তাতে বলা হয়েছে, ‘‘স্থানীয়ভাবে কার্বন নির্গমনে রাশ টানতে দিল্লি সরকার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে রাজি আছে ৷ কিন্তু এই পদক্ষেপ তখনই সফল হবে, যখন দিল্লির পাশাপাশি লাগোয়া এলাকা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও লকডাউন কার্যকর করা হবে ৷ যেহেতু দিল্লি শহর অত্যন্ত ছোট, তাই এখানে লকডাউন করা হলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে তার সুফল খুবই সীমিত হবে ৷’’ এই যুক্তিকে সামনে রেখেই দিল্লি সরকারের তরফে বলা হয়েছে, ‘‘যদি দিল্লি লাগোয়া সমস্ত এলাকা এবং আশপাশের রাজ্যগুলিতেও লকডাউন কার্যকর করা হয়, তাহলে আমরাও রাজধানী শহরে লকডাউন জারির কথা ভাবতে পারি ৷’’
আরও পড়ুন :Delhi Pollution: নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার বাজি পুড়ল রাজধানীতে, লাগামছাড়া দূষণ
প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই দিল্লির দূষণ মাত্রা ছাড়িয়েছে ৷ পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও ৷ কেন দিল্লির এই অবস্থা হল, সেই প্রশ্ন তুলে সরকার পক্ষকে তুলোধনা করেছে আদালত ৷ বস্তুত, আদালতের তরফ থেকেই লকডাউন জারির প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ এরপর এনিয়ে একটি জরুরি বৈঠকও করেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তারপরই জানানো হয়, এক সপ্তাহের জন্য (15 নভেম্বর, 2021 থেকে টানা সাতদিন) দিল্লির সমস্ত স্কুলে সশরীরে পঠনপাঠন বন্ধ থাকবে ৷ বদলে অনলাইনে পড়াশোনা করবে পড়ুয়ারা ৷ পাশাপাশি সরকারি কর্মীদেরও সাতদিনের জন্য বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয় ৷ তিনদিনের জন্য বন্ধ রাখা হয় নির্মাণ কাজ ৷ উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) দিল্লিবাসীকে দূষণ বাগে আনতে সাইকেল ব্যবহারেরও পরামর্শ দেন ৷ এসবের মধ্যেই শীর্ষ আদালতে লকডাউন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল দিল্লি সরকার ৷