পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

US Remarks on Manipur: হিংসা-দীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে সাহায্যে প্রস্তুত, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে রুষ্ট কংগ্রেস - এরিক গারসেট্টি

মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি এ কথা জানানোর পাশাপাশি বললেন, মণিপুরে শান্তি ফেরাতে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা ৷ তাঁর এই মন্তব্যে রুষ্ট কংগ্রেস ৷

US Remarks on Manipur
US Remarks on Manipur

By

Published : Jul 7, 2023, 12:38 PM IST

Updated : Jul 7, 2023, 12:59 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই: হিংসা-দীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত আমেরিকা ৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার এ কথা বলেছেন ৷ মণিপুরের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, এটি যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই দিল্লি চাইলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে আমেরিকা ৷ তবে তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার কলকাতায় আমেরিকান সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মনে করি না এটি কৌশলগত উদ্বেগের বিষয়, এটি মানুষের উদ্বেগের বিষয় । এই ধরনের হিংসায় শিশু বা ব্যক্তিদের মৃত্যু হলে আপনাকে চিন্তা করার জন্য একজন ভারতীয় হতে হবে না ৷" একটি প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ।

তিনি আরও বলেন যে, "যদি বলা হয়, তবে আমরা যে কোনও উপায়ে সহায়তা করতে প্রস্তুত । আমরা জানি এটি একটি ভারতীয় বিষয় ৷ আমরা শান্তির জন্য প্রার্থনা করি এবং এটি যেন দ্রুত আসে ৷"

আরও পড়ুন:রাজ্যপালের এই প্রজ্ঞা ও গণতান্ত্রিক চিন্তাধারাকে মণিপুরে ব্যবহার করা হোক, কটাক্ষ অভিষেকের

মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি ৷ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের এমন বিবৃতি দেওয়া খুবই বিরল বলে মন্তব্য করেন তিনি ৷ তাঁর দাবি, দেশ কখনও এ জাতীয় কোনও হস্তক্ষেপের প্রশংসা করেনি ।

মণীশ তিওয়ারি টুইটে লিখেছেন, "আমার সর্বোত্তম স্মরণে কমপক্ষে 4 দশক পর্যন্ত পিছনে চলে গিয়েও আমি কখনওই কোনও মার্কিন রাষ্ট্রদূতকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের বিবৃতি দিতে শুনিনি । আমরা কয়েক দশক ধরে পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং বিচক্ষণতা ও প্রজ্ঞার সঙ্গে সেগুলিকে অতিক্রম করেছি ।"

মণীশ তিওয়ারির টুইট

ভারত-মার্কিন সম্পর্কের ইতিহাস এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে দেশের অনুভূতি সম্পর্কে নতুন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি আদৌও ওয়াকিবহাল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পঞ্জাবের কংগ্রেস সাংসদ ৷

Last Updated : Jul 7, 2023, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details