নয়াদিল্লি, 7 জুলাই: হিংসা-দীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত আমেরিকা ৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার এ কথা বলেছেন ৷ মণিপুরের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, এটি যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই দিল্লি চাইলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে আমেরিকা ৷ তবে তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার কলকাতায় আমেরিকান সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মনে করি না এটি কৌশলগত উদ্বেগের বিষয়, এটি মানুষের উদ্বেগের বিষয় । এই ধরনের হিংসায় শিশু বা ব্যক্তিদের মৃত্যু হলে আপনাকে চিন্তা করার জন্য একজন ভারতীয় হতে হবে না ৷" একটি প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ।
তিনি আরও বলেন যে, "যদি বলা হয়, তবে আমরা যে কোনও উপায়ে সহায়তা করতে প্রস্তুত । আমরা জানি এটি একটি ভারতীয় বিষয় ৷ আমরা শান্তির জন্য প্রার্থনা করি এবং এটি যেন দ্রুত আসে ৷"