নয়াদিল্লি, 20 অক্টোবর:ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে সিবিআই বা সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে প্রস্তুত, এমনটাই জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ শুক্রবার তৃণমূল সাংসদ জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই বা এথিক্স কমিটির প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কৃষ্ণনগর লোকসভার সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ীর কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন ৷ আর এই অভিযোগ সামনে আসার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয় ৷ ইতিমধ্যেই বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে লোকসভার স্পিকার ওম বিড়লা অভিযোগ খতিয়ে দেখতে বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে ৷ অন্যদিকে, গত 17 অক্টোবর পালটা যে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ, তা এদিন গ্রহণ করেছে দিল্লি হাইকোর্ট ৷ আগামী 31 অক্টোবর এই মামলার শুনানি বলে খবর।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমি সিবিআই এবং লোকসভার এথিক্স কমিটির প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ৷ যখন আমাকে ডাকবে আমি যাব। আদানি-নির্দেশিত মিডিয়ার সার্কাস ট্রায়াল বা বিজেপিকে উত্তর দেওয়ার জন্য আমার সময় বা আগ্রহ কোনওটাই নেই।" একই সঙ্গে মহুয়া লিখেছেন, "আমি নদিয়ায় দুর্গাপুজা উপভোগ করছি। শুভ ষষ্ঠী ৷"
রিয়েল এস্টেট-টু-এনার্জি গ্রুপ হিরানন্দানির সিইও দর্শন হিরানন্দানি, যিনি আদানি গ্রুপ সম্পর্কে সংসদে প্রশ্ন করার জন্য মহুয়া মৈত্রকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার এক হলফনামা প্রকাশ করে তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রী আদতে গৌতম আদানির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুৎসা করতে চেয়েছিলেন। অন্যদিকে, লোকসভার স্পিকার ওম বিড়লা নিশিকান্ত দুবের অভিযোগটি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন ৷ এরপরই এথিক্স কমিটি আগামী 26 অক্টোবর নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহরায়কে মৌখিক প্রমাণের জন্য ডেকে পাঠিয়েছে।